whatsapp channel

Soumitra Khan: বিধবাদের সঙ্গে রাতে ফুর্তিতে ব্যস্ত স্বামী! সৌমিত্রর থেকে পাকাপাকি বিচ্ছেদ চাইছেন সুজাতা

বাংলার রাজনীতিটে সৌমিত্র সুজাতা কেমেস্ট্রি রং বদলেছে সময়ে সময়ে। কখনো স্বামীর হয়ে বুড়ি বাড়ি গিয়ে ভোটের আবদার করেছেন সুজাতা, কখনো আবার স্বামীর বিপরীত দলে নাম লিখিয়ে লড়েছেন নির্বাচনী লড়াই। আর…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বাংলার রাজনীতিটে সৌমিত্র সুজাতা কেমেস্ট্রি রং বদলেছে সময়ে সময়ে। কখনো স্বামীর হয়ে বুড়ি বাড়ি গিয়ে ভোটের আবদার করেছেন সুজাতা, কখনো আবার স্বামীর বিপরীত দলে নাম লিখিয়ে লড়েছেন নির্বাচনী লড়াই। আর এসবের মাঝেই উঠে এসেছে তাদের বিবাহবিচ্ছেদের তরতাজা খবর। নির্বাচনী প্রেক্ষাপটে দাঁড়িয়েই সংসার ভেঙেছে দুজনের। আড়াই বছর তারা দুজন দুজনের থেকে আলাদা। আর এবার বিবাহবিচ্ছেদের মামলা করলেন সুজাতা। এর আগেই তিনি অভিযোগ তুলেছিলেন, তার স্বামী বিধবা মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছেন।

সূত্রের খবর, সম্প্রতি বাঁকুড়া জেলা আদালতে সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন সুজাতা মন্ডল খাঁ। শেষমেষ আইনত বিচ্ছেদের পথেই হাঁটলেন সাংসদ পত্নী। কিন্তু এই মামলায় কি খোরপোষ দাবি করবেন সুজাতা? নাকি শুধুই আইনতভাবে আলাদা হতে চান তিনি? এ প্রসঙ্গে সুজাতা জানিয়েছেন, “পরস্পর সম্মত হয়েই মামলা করলাম। আশা করি উনি মেনে নেবেন। এখানে আমার কোনও দাবি নেই। ওঁর বাঁকুড়া, কলকাতা এবং দিল্লির বাড়িতে আমার অনেক কিছু রয়ে গিয়েছে। সে সবও চাইব না। ইচ্ছা হলে দেবেন কিংবা দেবেন না।অনেক বছর একসঙ্গে থেকেছি। জীবনের বহু চড়াই-উতরাই আমরা পেরিয়েছি। সব পরিস্থিতিতে ওর পাশে থেকেছি। দাবি যদি করতে হয় তবে তো সাংসদ পদটাই দিয়ে দিতে হয়। কারণ, আমিই তো জিতিয়েছিলাম”।

এদিকে এই মামলা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তবে এর আগে গত ১০ ই জানুয়ারি বাঁকুড়া জেলা আদালতে তিনিও একটি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। সেই সময় সৌমিত্র খাঁ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “গত দু’বছর ধরে সুজাতার সঙ্গে আমার সম্পর্কে টানাপড়েন চলছিল। আমি গত বছরের জানুয়ারি এবং মার্চ মাসে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলাম। আজ বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলাম।” যদিও সেই মামলার নিষ্পত্তি কিভাবে হয়েছিল তা অজানা রয়ে গেছে। কারণ সেই সময় বিবাহবিচ্ছেদের জন্য তৈরি ছিলেন না সুজাতা। সেই সময় তিনি বলেছিলেন, “আমি কোনও দিনও বিবাহবিচ্ছেদ চাইনি। আজও ডিভোর্সে রাজি নই। সৌমিত্রর থেকে আলাদা হব, এ কথা আজও আমি ভাবতে পারি না।”

প্রসঙ্গত, এর আগে রাজনৈতিক মতবিরোধ দেখা গেছে দুজনের মধ্যে। একটা সময় স্বামীর হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন সুজাতা, আবার পরক্ষনেই দল বদলে ফেলেছিলেন তিনি। আর এর মাঝে

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা