whatsapp channel

Sunidhi Chauhan: শ্রেয়া ঘোষাল বন্ধু নন: সুনিধি চৌহান

রবিবার, 5 ই ফেব্রুয়ারি, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দীর্ঘদিন পর ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল সুনিধি চৌহান (Sunidhi Chauhan)-এর মেগা শো। সুনিধির সাথে এবার কলকাতায় এসেছে তাঁর পুত্র তেঘ…

Avatar

Nilanjana Pande

রবিবার, 5 ই ফেব্রুয়ারি, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দীর্ঘদিন পর ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল সুনিধি চৌহান (Sunidhi Chauhan)-এর মেগা শো। সুনিধির সাথে এবার কলকাতায় এসেছে তাঁর পুত্র তেঘ (Tegh)। কলকাতায় শো করতে পছন্দ করেন সুনিধি। তাঁর মতে, কলকাতার দর্শক সঙ্গীত অনুরাগী হওয়ার পাশাপাশি গান নিয়েও যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেন। তবে সুনিধি দর্শকদের কাছে কোনো আশা করেন না। কারণ অনুরাগীদের কাছে তিনি কৃতজ্ঞ, তাঁরা তাঁর গান শুনতে এসেছেন বলে। ফলে নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করেন সুনিধি।

দীর্ঘ পঁচিশ বছরের কেরিয়ারে নিজেকে একই রকম ভাবে জনপ্রিয় করে রেখেছেন সুনিধি। তিনি ভোলেননি সেই শৈশবকে যখন থেকে গান গাওয়া শুরু করেছিলেন। আজও নিজের প্রতিটি শো-কে তিনি প্রথম শো বলেই মনে করেন। প্রতিবার মঞ্চে ওঠার আগে ভাবেন,তিনি আজ খুব মজা করবেন। তেঘও মায়ের সাথে কলকাতায় আসতে পছন্দ করে। এই নিয়ে পাঁচ বার সে কলকাতায় এল। সুনিধির ইচ্ছা আছে, এবার তাকে আলিপুর চিড়িয়াখানা দেখানোর। মা হওয়ার পর তাঁর জীবন সন্তানকেন্দ্রিক হয়ে উঠলেও ডিসিপ্লিনড হয়েছে। সুনিধি যেভাবে পারফর্ম করেন, তাতে তাঁর যথেষ্ট দমের প্রয়োজন হয়। ফলে তেঘ একটু বড় হতেই অনুশীলন শুরু করেছিলেন তিনি।

নেতিবাচক সময়ের প্রভাব নিজের উপর পড়তে না দিলেও ভালো সময়ে অতিরিক্ত উচ্ছ্বসিত হতে পছন্দ করেন না সুনিধি। তবে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)-কে নিজের বন্ধু বলতে রাজি নন তিনি। শ্রেয়া শুধুই তাঁর সহকর্মী। তাঁরা দুজনেই পরস্পরের গায়কীর ভক্ত। ফলে তাঁরা একে অপরের সাথে কাজ করে আনন্দ পান বলে জানালেন সুনিধি।

তবে কলকাতার বুকে এসে সুনিধির একটাই আক্ষেপ, এই শহরেই বড্ড দ্রুত হারিয়ে ফেললেন কেকে (KK)-কে। ফলে মন খারাপ লাগলে মঞ্চে তাঁর গান গেয়ে দেন সুনিধি। তিনি মনে করেন, তাঁর গানের মাধ্যমেই আজও বেঁচে রয়েছেন কেকে।

whatsapp logo