ভিসেরা রিপোর্টে সুশান্তের দেহে পাওয়া গেল রাসায়নিক, তবে কি বিষক্রিয়াতেই মৃত্যু হল সুশান্তের
সুশান্তের রহস্য মৃত্যু নিয়ে নারকোটিক্স ব্যুরোর পাশাপাশি চলছে সিবিআই তদন্তও। এইমসের বিশেষজ্ঞ কমিটি সপ্তাহখানেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল সুশান্তের দেহের ভিসেরা টেস্ট করা হবে। মৃত্যুর সঙ্গে কোনোরকম রাসায়নিক বিষক্রিয়ার সংযোগ রয়েছে কি না তা জানার জন্যই এই পরিকল্পনা হয়। ইতিমধ্যে ভিসেরা রিপোর্ট অনুযায়ী কিছু রাসায়নিক পদার্থের অস্তিত্ব মিললেও সম্পূর্ণ অনুসন্ধান এখনো মেলে নি।
ভিসেরার জন্য সুশান্তের মৃতদেহের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, গলব্লাডারের অংশসহ উভয় কিডনির কিছু অংশ, ১০ মিলি রক্ত ও মাথার চুলের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
প্রাপ্ত ভিসেরা থেকে কিছু রাসায়নিক পদার্থ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। তবে তা কোনো বিষ কি না এখনো স্পষ্ট নয়। এখন এ নিয়ে অনুসন্ধান সম্পূর্ণ হলে বোঝা যাবে অভিনেতার মৃত্যুর সঙ্গে কোনোরকম রাসায়নিক যোগ রয়েছে কি না। সেই রিপোর্ট এইমসের দল সিবিআই এর হাতে তুলে দেবে। এবং সিবিআই তদন্ত করে খতিয়ে দেখবে বলে খবর।