বলিউডে মাদক যোগ নিয়ে এবার মুখ খুললেন সুশান্তের বন্ধু তথা অভিনেতা ও প্রযোজক যুবরাজ এস সিং। তাঁর বক্তব্য, বলিউডে মাদক অর্থাৎ ড্রাগস খুব স্বাভাবিক ব্যাপার। উপরে ওঠার জন্য এটাও একটা পদ্ধতি।
শুধু তাই নয়, যুবরাজের দাবি বলিউডের বড় বড় জনপ্রিয় অভিনেতারা অধিকাংশই কোকেন এডিক্টেড। তাঁর মতে ৭০ এর দশক থেকেই বলিউডে ড্রাগের ব্যবহার হয়ে থাকে। সেই সময় সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছিল না বলে প্রকাশিত হত না আজকের মত।
যুবরাজ বলেন, অনেক অভিনেতা ও পরিচালকই কোকেন নেন, এই কারণে তাঁরা এত অসহিষ্ণু হয়ে উঠেছেন। ক্যামেরাম্যান থেকে শুরু করে টেকনিশিয়ান ও শ্যুটিং সেটের লোকজন পর্যন্ত গাঁজাকে সিগারেটের মত ব্যবহার করে খান।
বলিউডের যে কোনো পার্টিতে ড্রাগ হিসেবে মূলত কোকেনের ব্যবহারই হয় বলে জানালেন সুশান্তের এই বন্ধু। তবে কোকেনের পাশাপাশি এমডিএমএ, এলএসডি, কেটামাইন ইত্যাদি ড্রাগসও ব্যবহার করা হয়। তাঁর মতে, কোকেন প্রচন্ড হার্ড ড্রাগ। বলিউডে প্রায় ৮ জন মত তারকা কোকেন নেওয়ার অভ্যাস না ত্যাগ করতে পারলে তাঁরা মারাও যেতে পারেন বলে জানালেন যুবরাজ।