Susmita Dey: সত্যিকারের সাপকে যথেষ্ট ভয় পাই: সুস্মিতা
খুব শীঘ্রই স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সিরিয়ালের প্রোমো। ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে, দুর্যোগের রাতে একটি শিবমন্দিরে জন্ম হয় পঞ্চমী নামে এক কন্যার। নাগপঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করা পঞ্চমীর নাড়ি কাটতে গিয়ে পুরোহিত দেখেন, নাড়ির পরিবর্তে রয়েছে একটি সাপ। এরপর দেখা যায়, পঞ্চমী যুবতী বয়সে পৌঁছে গিয়েছে। গ্রামের এক মহিলাকে বাঁচাতে সে সাপকে সরে যেতে বললে সাপ তার কথা শুনে সরে যায়। সকলে অবাক হয়ে যায় এই ঘটনায়। মন্দিরের পুরোহিত বলেন, সাপ একমাত্র সাপের কথাই শোনে। এই ঘটনায় পঞ্চমীর মনে প্রশ্ন জাগে তার পরিচয় নিয়ে।
পঞ্চমীর চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে (Susmita Dey)। নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’-র কাহিনী সকলের ভালো লাগবে বলে আশাবাদী সুস্মিতা। কাহিনীতে রয়েছে দৈনন্দিন কাহিনীর সাথে পৌরাণিক কাহিনীর মিশেল। তবে সুস্মিতার মতে, সাপকে প্রায় প্রত্যেক মানুষ ভয় পান। তবে গ্রামবাংলার মানুষ এখনও নাগ ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে তৈরি ফিল্ম ও সিরিয়াল দেখতে পছন্দ করেন। সুস্মিতা নিজে কাজটি উপভোগ করলেও সাপকে যথেষ্ট ভয় পান।
তিনি জানালেন, প্রোমোতে যে সাপটি দেখানো হয়েছে তা যদি গ্রাফিক্সের সাহায্যে তৈরি না হত, তাহলে তিনি নিজেও পালিয়ে যেতেন। প্রকৃত সাপের সামনে পঞ্চমীর গলা দিয়ে আওয়াজ বেরোত না বলে মনে করেন সুস্মিতা। সুস্মিতা ছাড়াও ‘পঞ্চমী’ ধারাবাহিকে অভিনয় করছেন কৌশিক ব্যানার্জী (Koushik Banerjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee) প্রমুখ।
তবে ‘পঞ্চমী’-র প্রোমো ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ এই সিরিয়ালকে হিন্দি সিরিয়াল ‘নাগিন’-এর সাথে তুলনা করছেন। প্রোমো ভাইরাল হলেও ‘পঞ্চমী’ ধারাবাহিকটি সম্প্রচারের দিন-ক্ষণ এখনও ঘোষিত হয়নি।
View this post on Instagram