Hoop PlusTollywood

Swastika Mukherjee: কনের সাজে সেজে পাত্রের খোঁজ করছেন অভিনেত্রী স্বস্তিকা!

স্বস্তিকা মুখোপাধ্যায় মানে যেন এক বিতর্কিত চরিত্র। মাঝেমধ্যেই তিনি খবরের শিরোনামে উঠে আসেন। প্রকৃতপক্ষে ইন্ডাস্ট্রির ছক ভাঙ্গা মেয়ে বলতে যাকে বোঝায়, তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আঠারো বছর বয়সে ‘হেমন্তের পাখি’ ফিল্মে একটি ছোট চরিত্র করে তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। অনেক ছোট বয়সেই বয়সে অনেকটাই বড় প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয়, বিখ্যাত গায়ক সাগর সেনের পুত্র প্রমিত সেন।

কিন্তু বিয়ের পর অনেক শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন অভিনেত্রী, তারপরে সেই বিয়ে আর টেকেনি তারপরে মেয়েকে নিয়ে একাই মানুষ করছেন স্বস্তিকা। অভিনয় এবং মাতৃত্বকে সমান তালে চালিয়ে গেছেন এই সুন্দরী অভিনেত্রী। ‘মস্তান’ সিনেমাতে জিতের বিপরীতে নায়িকা হিসেবে তিনি অভিনয় করেছিলেন, তারপর থেকেই তার স্বস্তিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে কিছুদিন পরে সেই সম্পর্কের ইতি টেনে আবারো ‘ব্রেকফেল’ ফিল্মের শুটিং এর সময় পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। তারপর এই শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

টলিউড কিংবা বলিউড সব জায়গাতেই একের পর এক ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা। সব জায়গাতেই স্বস্তিকা কিন্তু অসাধারণ অভিনয় করেন, তবে অভিনয় পাশাপাশি তিনি তার পেজ থেকে মাঝে মধ্যে instagram এর মাধ্যমে অনেক ফটোশুটে ছবি দেন। এখানে সম্প্রতি একটি ফটোশুট করে তিনি আবারও তার সকলের চোখের সামনে চলে এলেন, যেখানে দেখা যাচ্ছে, মাথায় মুকুট, মাথা ভর্তি সিঁদুর আর ভুরুর মাঝে লাল বড়োটিপ, লাল রঙের বেনারসি পরে আবারও তিনি ফটোশুট করতে ব্যস্ত। আপনিও দেখে নিন স্বস্তিকার অসাধারণ ছবি –