রাজনীতির আঙিনা থেকে আবারও অভিনয় মাধ্যমে সক্রিয় হয়ে উঠছেন দেবশ্রী রায় (Deboshree Roy)। গত বছর জি বাংলার ধারাবাহিক ‘সর্বজয়া’-র মাধ্যমে অভিনয় জগতে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন দেবশ্রী। এবার বড় পর্দা ও ছোট পর্দার গন্ডি পেরিয়ে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন তিনি। ‘সর্বজয়া’-তে দেবশ্রীকে দেখা গিয়েছিল এক গৃহবধূর ভূমিকায় যিনি একের পর এক ঘটনার মাধ্যমে সংসারে নিজেকে প্রমাণ করেছেন। ওটিটিতেও তাঁকে গৃহবধূর ভূমিকায় দেখা যাবে। তবে একটু অন্য ভাবে। সৌরভ চক্রবর্তী (Sourabh Chakraborty) পরিচালিত ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসী’-র মাধ্যমে পর্দার সর্বজয়ার ওয়েব ডেবিউ হতে চলেছে।
View this post on Instagram
জি বাংলার ধারাবাহিক ‘সর্বজয়া’-র মাধ্যমে দেবশ্রী অভিনয়ে ফিরলেও এই ধারাবাহিক অল্প দিনের মধ্যেই অফ এয়ার হয়ে গিয়েছিল টিআরপির অভাবে। কিন্তু দেবশ্রী বরাবর বাছাই করে কাজ করতেই পছন্দ করেন। ফলে ‘সর্বজয়া’ অফ এয়ার হওয়ার পর তাঁকে আর ছোট পর্দা বা বড় পর্দায় দেখা যায়নি। তবে অবশেষে তিনি ফিরতে চলেছেন ‘কেমিস্ট্রি মাসী’-র রূপে। ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী। দেবশ্রী অভিনীত নারী চরিত্রটি গৃহবধূ। তবে পাশাপাশি তিনি একজন ইউটিউব ভ্লগার। কিন্তু গৃহবধূ কাম ইউটিউব ভ্লগারের চরিত্রের নাম ‘কেমিস্ট্রি মাসী’ কেন হল তা নিয়ে মুখ খোলেননি সৌরভ।
View this post on Instagram
তবে স্বস্তিকা দত্ত (Swastika Dutta) যথেষ্ট উচ্ছ্বসিত। তাঁর কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ‘কেমিস্ট্রি মাসী’-র চিত্রনাট্য যা স্বস্তিকার যথেষ্ট পছন্দ হয়েছে। কিন্তু তাঁর কাছে সবচেয়ে বড় পাওনা হল কেমিস্ট্রি মাসী ওরফে দেবশ্রীর মেয়ে পুলমার চরিত্রে অভিনয়ের সুযোগ। স্বস্তিকা জানালেন, কাহিনীটি দুর্দান্ত। হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসী’-র শুটিং শুরু হতে চলেছে আগামী 5 ই অক্টোবর থেকে।
তবে সৌরভ বুদ্ধিদীপ্ত পরিচালক। তাঁর গল্পের নায়িকা নামে কেমিস্ট্রি মাসী হলেও রসায়ন শেখান হাতা-খুন্তির মাধ্যমে। বাকিটা নাহয় ওয়েব সিরিজটি স্ট্রিম হওয়া অবধি সারপ্রাইজ থাক!
View this post on Instagram