Advertisements

Sweta Bhattacharya: ফ্লপ কাজ খিদে বাড়ায়: শ্বেতা ভট্টাচার্য

Avatar

Nilanjana Pande

Follow
Advertisements

বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘সোহাগ জল’ নিয়ে স্টুডিওপাড়ার অন্দরে চলছে তুমুল হইচই। কারণ এই ধারাবাহিকটি অফ এয়ার হয়ে যাচ্ছে টিআরপির অভাবে। সম্প্রচার শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই ‘সোহাগ জল’ অফ এয়ার হওয়ার গুঞ্জনকে সুনিশ্চিত করলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র জুঁইয়ের ভূমিকায় রয়েছেন তিনি। এর আগে ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’-র মতো হিট ধারাবাহিক উপহার দিয়েছেন শ্বেতা। তিনি জানালেন, 26 শে জুন অর্থাৎ আগামী সোমবার হতে চলেছে ‘সোহাগ জল’-এর শেষ শুটিং। অতীতে একাধিক হিট ধারাবাহিক উপহার দেওয়া শ্বেতা মনে করেন, ‘সোহাগ জল’ নমনীয় জুঁই-কে দর্শকদের হয়তো পছন্দ হয়নি। তবে সম্প্রচারের শুরুতে ভালো ফল করেছিল ধারাবাহিকটি। বাকিটা শ্বেতা ভাগ্য বলেই মনে করেন।

তাঁর মতে, জীবন কখনও সমান ট্র্যাকে চলে না। উত্থান-পতন থাকেই। একজন শিল্পী পরপর হিট উপহার দিয়েছেন বলেই তাঁর ফ্লপ থাকবে না, তা কখনও সম্ভব নয়। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শাহরুখ খান (Shahrukh Khan)-দের মতো শিল্পীদেরও ফিল্ম ফ্লপ হয়। কিন্তু ফ্লপ নিজেকে নিয়ে চর্চা করার তাগিদ দেয়, কাজের ক্ষিদে বাড়ায়। তবে শ্বেতার মতে, প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী চান নতুন ধরনের চরিত্রে কাজ করতে। ‘সোহাগ জল’ চলাকালীন শ্বেতা ‘প্রজাপতি’ ফিল্মে কাজ করেছিলেন দেব (Dev)-এর বিপরীতে।

তবে তিনি শুধুমাত্র একটি গন্ডিতেই নিজেকে আবদ্ধ রাখতে চান না। শ্বেতা, ধারাবাহিক, ফিল্ম, ওটিটিতে মনের মতো কাজ পেলে করতে চান। এছাড়াও তাঁর উপর রয়েছে পরিবারের অন্নসংস্থানের দায়িত্ব। এর মধ্যেই অনেক কাজের প্রস্তাব পাচ্ছেন শ্বেতা। তবে কিছুদিন আগেই তিনি অসুস্থ হয়েছিলেন। ফলে ‘সোহাগ জল’-এর শুটিং শেষ হওয়ার পর নিজেকে একটু সময় দিতে চান তিনি।

তবে শ্বেতা বসে থাকতে চান না। পরপর অনেকগুলি কাজের কথা চলছে। এছাড়াও জি বাংলার সাথেও আগামী দিনে কাজ করার কথা রয়েছে তাঁর।

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow