Business Idea: কম খরচে শুরু করুন এই ব্যবসা, মাসখানেক পরেই দেখতে পাবেন লাভের মুখ
দিন প্রতিদিন মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। বিগত পাঁচ বছর আগের থেকে এখন মানুষের জীবনধারা অনেক বেশি বদলে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে সাংসারিক খরচও। বলা বাহুল্য, এখন একটি ‘মাইক্রো-ফ্যামিলি’তেও একজনের উপার্জনে সংসার চলে না। তাই পরিবারের একজন চাকরি করলেও তিনি আবার অন্য উপার্জনের পথ খুঁজতে থাকেন। আর এই কারণেই বাড়ির মধ্যে বসেই ছোটখাটো ব্যবসা শুরুর কথা ভাবছেন অনেকেই। অনেকে যদিও এই ধরণের ব্যবসা শুরুও করে দিয়েছেন ইতিমধ্যে। তবে এই প্রতিবেদনে আপনার জন্য এমন একটি ব্যবসার সন্ধান রয়েছে যা আপনি মাত্র পাঁচ হাজার টাকা থেকেই শুরু করতে পারবেন।
অতি অল্প খরচে আপনাকে যে ব্যবসার কথা বলা হচ্ছে, তা আসলে হল চায়ের ব্যবসা। না না, তৈরি করা চা বিক্রির কথা এখানে কিন্তু হচ্ছে না, এখানে বলা হচ্ছে চা লাটার ব্যবসার কথা। এমনিতেই আমাদের দেশে চায়ের জনপ্রিয়তা বিপুল। দোকান থেকে শুরু করে বাড়ি এমনকি নানা অফিস ও প্রতিষ্ঠান- সব জায়গাতেই মানুষ চা পান করে থাকেন। সেই কারণে চায়ের একটা বড়সড় বাজার রয়েছে দেশে। বিশেষ করে বাংলায় তো চায়ের বিক্রি সবথেকে বেশি হয়। তাই বাজারের কথা ভাবলে চা কিন্তু একটি লাভজনক ব্যবসা হতেই পারে।
এক্ষেত্রে আপনি আপনার সঞ্চয়ের স্বল্প কিছু টাকা বিনিয়োগ করেই ব্যবসা শুরু করতে পারেন। সেজন্য আপনাকে দার্জিলিং বা আসামে গিয়ে পাইকারি দামে চা পাতা কিনে নিয়ে আসতে হবে। যদিও পরবর্তী সময়ে শুধুমাত্র যোগাযোগ করেই মালের যোগান পেতে পারবেন। এক্ষেত্রে সাধারণ কালো পাতা চা আপনি সেখানে ১৮০ থেকে ২০০ টাকা প্রতি কেজি দরে কিনতে পারবেন। আর এই চা আপনি আপনার এলাকায় ২৭০ থেকে ৩৫০ টাকা প্রতি কেজিতে বিক্রি করতে পারবেন। দামি দার্জিলিং চা’ও ১০০০ টাকা কেজি দরে কিনে আপনি ২৫০০ টাকা প্রতি কেজি অবধি বিক্রি করতে পারবেন।
তবে এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটি হল, মালের যোগান। ভালো চা ফ্যাক্টরি থেকে সরাসরি যোগাযোগ করে চা পাতা কিনলে অনেকটা কম দামেই পেয়ে যাবেন। এছাড়াও দ্বিতীয় বিষয়টি হল বিক্রির ঠিকানা। বেশ কিছু চায়ের দোকানে এর জন্য আপনাকে যোগাযোগ রাখতে হবে। অন্যান্য বিক্রেতার তুলনায় কিছুটা কম দামে আপনি বিক্রি করলে শুরুতে বাজার ধরতে সুবিধা হবে। তবে এই ব্যবসায় অনায়াসে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা রোজগার করতে পারবেন আপনি।