Ananya Guha: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেমন ফল করলেন ‘মিঠাই’-এর পিঙ্কি ভাবি!
অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা টেলি অভিনেত্রী অনন্যা গুহ। জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র মুন্নি চরিত্র দিয়ে তিনি শিশুশিল্পী হিসেবে জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। তারপর একাধিক ধারাবাহিকে কাজ করে দর্শক মনে জায়গা করে নেন। তাঁর দেখা মেলে ‘মিঠাই’-এর পিঙ্কিজি হিসেবে। অভিনেত্রী কাজ করেছেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এও। আপাতত অনন্যাকে দেখা যাচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে। রয়েছেন স্টার জলসার নতুন শুরু হতে চলা মেগা ‘তুঁতে’-তেও।
তবে এই বহুল পরিচিত তরুণী অভিনেত্রী কিন্তু বয়সে খুব একটা বড় নন। এই বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। আর বুধবার এই পরীক্ষার ফল প্রকাশিত হল। জানা গেছে, চলতি বছরে বারো ক্লাসের পরীক্ষা দিয়েছিলেন টলিউড অভিনেত্রী অনন্যা গুহ। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন অভিনেত্রী। খুব অল্প বয়সেই কেরিয়ার গড়ে নিয়েছেন টলিউডে। লেখাপড়ার সময় আর পাঁচটা পড়ুয়ার মতো পান না। কত পেলেন উচ্চমাধ্যমিকে অনন্যা? এই নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল সকাল থেকেই। আর এবার সেই সুখবর উঠে এল সামাজিক মাধ্যমে।
জানা গেছে, মধ্য কলকাতার শিয়ালদহের লোরেটো স্কুলের ছাত্রী অনন্য। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ভূগোল, বাংলা, ইংরেজি, সমাজবিদ্যা, কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন। অনন্যা নিজেই জানালেন উচ্চমাধ্যমিকে তিনি ৭৫ শতাংশ নম্বর পেয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিক সুকান্ত কুন্ডু। তিনি বান্ধবীর সঙ্গে ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখলেন, ‘আর এই সুন্দরী আসে তীক্ষ্ণ মস্তিস্কের সঙ্গে। শুভেচ্ছা অনন্যা।’
কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই ফল করা তো আর মুখের কথা নয়! এর জন্য লাগে পরিশ্রম, লাগে অধ্যবসায়। কিন্তু শুটিং ফ্লোরেই দিনের এতটা সময় কাটানোর পর কখন পড়াশুনা করেছেন অভিনেত্রী? তার এই ফলাফলের পিছনে ‘সিক্রেট’ই বা কি? রি প্রশ্নের উত্তরে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “পরীক্ষা দেওয়ার সময়ও আমার কোনও চিন্তা ছিল না। আজও সকাল থেকে তেমন ভাবে কোনও দুশ্চিন্তা হয়নি। ভালই হবে আাশা করেছিলাম। পরবর্তী কালে মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে। সব প্রক্রিয় আগামী কাল শুরু হয়ে যাবে।”
View this post on Instagram