whatsapp channel

ত্বকের যত্নে টমেটো দিয়ে ১০টি ফেসপ্যাক

শীতকালে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। ত্বক পরিষ্কার করতে ত্বকের ওপরে কালো দাগ দূর করতে সাহায্য করে টমেটো। তাই টমেটো শুধু খাবেন তাই নয়, টমেটোকে কাজে লাগান আপনার রোজকারের রূপচর্চার…

Avatar

HoopHaap Digital Media

শীতকালে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। ত্বক পরিষ্কার করতে ত্বকের ওপরে কালো দাগ দূর করতে সাহায্য করে টমেটো। তাই টমেটো শুধু খাবেন তাই নয়, টমেটোকে কাজে লাগান আপনার রোজকারের রূপচর্চার প্রধান উপাদান হিসেবে।

১) টমেটো দুধের ফেসপ্যাক-»
দু চামচ কাঁচা দুধ
এক চামচ টমেটোর রস
এক চামচ লেবুর রস

এই উপাদান গুলি খুব ভাল করে মিশিয়ে নিয়ে তুলোর মধ্যে লাগিয়ে মুখে, ঘাড়ে, গলায় ভালো করে লাগিয়ে নিন। খুব ভালো ক্লিনজার হিসেবে এটি কাজ করে।

২) টমেটো পুদিনা পাতার ফেসপ্যাক-»
এক চামচ পুদিনা পাতার রস
এক চামচ টমেটো রস

এই দুটি মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে আধ ঘণ্টা লাগিয়ে রাখুন। পুদিনা পাতা রং ফর্সা করতে সাহায্য করে।

৩) টমেটো অ্যালোভেরা ফেসপ্যাক-»
এক চামচ অ্যালোভেরা জেল
দু চামচ টমেটো রস

এই দুটি মিশ্রন ভালো করে মিশিয়ে নিন মুখের মধ্যে বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখুন। অ্যালোভেরা ত্বকের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। ত্বক নরম, পরিষ্কার, ঝকঝকে করতে অ্যালোভেরা জুড়ি মেলা ভার।

৪) টমেটো শসার ফেসপ্যাক-»
দু চামচ শশার রস
এক চামচ টমেটোর রস

এই দুটি মিশ্রণকে খুব ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন অন্তত আধঘন্টা। শসা ত্বককে অনেক বেশি সতেজ করে।

৫) টমেটো চালের গুঁড়োর ফেসপ্যাক-»
এক চামচ চালের গুঁড়ো
দু চামচ টমেটো রস

এই দুটি মিশ্রন খুব ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে ঘষে ঘষে লাগিয়ে নিন। কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

৬) টমেটো মুলতানি মাটির ফেসপ্যাক-»
দু চামচ টমেটো রস
এক চামচ মুলতানি মাটি

দুটি মিশ্রন খুব ভালো করে মিশিয়ে নিন মুখের মধ্যে অন্তত এক ঘণ্টা লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

৭) টমেটো চিনি ফেসপ্যাক-»
অর্ধেকটা কাটা টমেটো
এক চামচ চিনি

কাটা টমেটোটিকে চিনির উপরে ভালো করে বসিয়ে নিয়ে সেটি সমেত মুখের মধ্যে ভালো করে ঘষে ঘষে লাগান। এটি খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে।

৮) টমেটো বেসনের ফেসপ্যাক-»
এক চামচ বেসন
তিন চামচ টমেটো রস

এই মিশ্রণ দুটি খুব ভাল করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

৯) টমেটো কমলালেবু টোনার-»
দু চামচ কমলালেবুর রস
এক চামচ টমেটোর রস

এ দুটি মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিন। রাতে শুতে যাওয়ার সময় মুখে লাগিয়ে রাখুন। মুখ পরিষ্কার করতে এই উপাদান দুটি ভীষণ ভালো।

১০) টমেটো গাজরের ফেসপ্যাক-»
টমেটো এবং গাজর মিক্সিতে ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপর সেই মিশ্রন মুখের মধ্যে বেশ খানিকক্ষণ লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media