whatsapp channel

এ বছর পুজোর বাজার কাঁপাচ্ছে এই ৫ পোশাক, ট্রেন্ডিং লুক পেতে কেনাকাটার আগেই খুঁটিনাটি জেনে নিন

পুজো (Durgapuja) তো প্রায় এসেই পড়ল। কেনাকাটা কদ্দুর? এমন প্রশ্নের মুখোমুখি এখন হামেশাই হতে হবে। কারণ সত্যিই হাতে আর মাত্র কয়েকটা দিন পড়ে রয়েছে। পুজোর চার-পাঁচটা দিন নিজেকে সবথেকে সুন্দর…

Nirajana Nag

Nirajana Nag

Advertisements
Advertisements

পুজো (Durgapuja) তো প্রায় এসেই পড়ল। কেনাকাটা কদ্দুর? এমন প্রশ্নের মুখোমুখি এখন হামেশাই হতে হবে। কারণ সত্যিই হাতে আর মাত্র কয়েকটা দিন পড়ে রয়েছে। পুজোর চার-পাঁচটা দিন নিজেকে সবথেকে সুন্দর ভাবে সাজানোর জন্য শহরের উত্তর থেকে দক্ষিণ চষে ফেলছে মানুষ। দোকানে উপচে পড়ছে ভিড়। অফলাইন, অনলাইন সর্বত্রই চলছে সেরা জিনিসটা বাছাই আর কেনাকাটার তাড়াহুড়ো। কিন্তু কোন পোশাকটা কিনবেন? এ বছর পুজোয় ট্রেন্ডিংই বা কোনটা সেসব না জানলে খুঁজে বেড়ানোই সার হবে। প্রতি বছরই পুজোয় নয়া নয়া ফ্যাশন আছে। তার হালহকিকত যদি আপনার জানা থাকে তবেই আপনি পুজোর বাজারে হিট। নয়তো মুশকিল আসানে রইল এই প্রতিবেদন। এ বছরের সবথেকে ট্রেন্ডিং পাঁচ পোশাকের হদিশ রইল এখানেই-

Advertisements

মসলিন জামদানি শাড়ি– দূর্গা পুজোর ফ্যাশনে শাড়ি থাকবে না তা কি কখনো হয়? বিশেষ করে জামদানি শাড়ি কখনোই আউট অফ ফ্যাশন হয় না। তবে এ বছরে মসলিন জামদানির চাহিদা বেশিই। বাংলার বহু প্রাচীন নরম মসলিনের উপরে এমব্রয়ডারি করা শাড়ি আর সঙ্গে মানানসই কনট্রাস্ট ব্লাউজ, মণ্ডপে ঢোকার লাইনে সব চোখ থাকবে আপনার দিকেই। বর্তমানে ১০০০ টাকার কমেও জামদানি শাড়ি উপলব্ধ রয়েছে মার্কেটে। তবে যদি ভালো মানের মসলিন জামদানি কিনতে চান তাহলে অন্তত ৬-৮ হাজার টাকা তো দাম পড়বেই।

Advertisements
এ বছর পুজোর বাজার কাঁপাচ্ছে এই ৫ পোশাক, ট্রেন্ডিং লুক পেতে কেনাকাটার আগেই খুঁটিনাটি জেনে নিন
মসলিন জামদানি

হ্যান্ডলুম শাড়ি– হ্যান্ডলুম শাড়ির প্রতিও মহিলাদের মন একজন দুর্বল হয়ই। তাই প্রতি বছরই ফ্যাশনে ইন থাকে এই শাড়িগুলি। তবে মসলিন জামদানির মতো ভালো মানের হ্যান্ডলুম শাড়ির দামও একটু বেশি রেঞ্জ থেকেই শুরু হয়। তবে কম দামের মধ্যে চাইলে ফ্যান্সি হ্যান্ডলুম শাড়িও কিনতে পারেন। সুন্দর ব্লাউজ দিয়ে সাজলে বেশ দেখাবে।

Advertisements
এ বছর পুজোর বাজার কাঁপাচ্ছে এই ৫ পোশাক, ট্রেন্ডিং লুক পেতে কেনাকাটার আগেই খুঁটিনাটি জেনে নিন
হ্যান্ডলুম শাড়ি

অরগ্যাঞ্জা চিকনকারি শাড়ি– গত বছরেই অরগ্যাঞ্জা শাড়ির জনপ্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল। এ বছরেও চাহিদাটা একই রকম রয়েছে। উপরন্তু যদি তার উপরে হয় চিকনকারি কাজ তাহলে তো কথাই নেই। এ বছর সাদা অরগ্যাঞ্জা চিকনকারি শাড়ি বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। সঙ্গে সাদা ব্লাউজ বা কনট্রাস্টে ব্লাউজ দিয়ে পরতে পারেন। খুবই সুন্দর দেখাবে।

Advertisements
এ বছর পুজোর বাজার কাঁপাচ্ছে এই ৫ পোশাক, ট্রেন্ডিং লুক পেতে কেনাকাটার আগেই খুঁটিনাটি জেনে নিন
অরগ্যাঞ্জা চিকনকারি শাড়ি

আলিয়া কাট কুর্তি– শাড়ি না পরে অন্য পোশাক পছন্দ করেন? তাতেও চিন্তা নেই। এ বছর কুর্তির বাজারে সবথেকে বেশি চাহিদা এই কুর্তির। অন্তঃসত্ত্বাকালীন সময়ে আলিয়া ভাট পরেছিলেন এই কুর্তি। তারপর থেকেই বাজারে ছেয়ে যায় এই বিশেষ স্টাইলের কুর্তি, যা দেখতে তো খুবই সুন্দর, আবার পরে প্যান্ডেল হপিংয়েও বেশ আরামদায়ক।

এ বছর পুজোর বাজার কাঁপাচ্ছে এই ৫ পোশাক, ট্রেন্ডিং লুক পেতে কেনাকাটার আগেই খুঁটিনাটি জেনে নিন
আলিয়া কাট কুর্তি

কো অর্ড সেট– শাড়ি হল, কুর্তি হল, একটু ওয়েস্টার্ন পোশাক হলেই ষোল কলা পূর্ণ। কো অর্ড সেটের চাহিদা অনেকদিন ধরেই রয়েছে অফলাইন এবং অনলাইন বাজারে। একই রঙের টপ এবং প্যান্টের সেট ফ্যাশনে বেশ ইন রয়েছে। যদি ওয়েস্টার্ন না পরে দেশি লুক চান তাও রয়েছে কো অর্ড সেটে। পছন্দ মতো কিনে নিয়ে স্টাইল করে ফেলুন।

এ বছর পুজোর বাজার কাঁপাচ্ছে এই ৫ পোশাক, ট্রেন্ডিং লুক পেতে কেনাকাটার আগেই খুঁটিনাটি জেনে নিন
কো অর্ড সেট
whatsapp logo
Advertisements
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই