Advertisements

Relationship: প্রেমের সম্পর্কে যাওয়ার আগে যে প্রস্তুতি প্রয়োজন

Avatar

Susmita Kundu

Follow

টেডি বিয়ার, ফুল, চকলেট, নতুন ড্রেস কিনে নিলেন। ওহ একটা পারফিউমও কিনলেন, কারণ সুগন্ধী মেখে যেতে হবে। ব্যাস, এবার পকেটে ডেবিট কার্ড নিয়ে নেওয়া, একটা সানগ্লাস, আর স্কুটি কিংবা বাইকে স্টার্ট। পৌঁছে গেলেন গন্তব্যস্থলে, আজকে স্পেশ্যাল দিন। মনের মানুষকে আই লাভ ইউ বলার পালা, সুতরাং ভীষণ স্পেশ্যাল। কিন্তু, এত কিছু করেও কি সত্যি ভালোবাসা পাবেন? আদৌ কি সম্পর্ক টিকবে? বিয়ে পর্যন্ত গড়াবে নাকি আগেই ভ্যানিশ হয়ে যাবে? আজকের প্রতিবেদন আপনাকে কিছু টিপস্ দেবে যা বলে দেবে কিভাবে মনের মানুষের মনের গোপন উদ্দেশ্যটি জানবেন।

মনের মানুষের আসল উদ্দেশ্য জানার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। প্রথমত বন্ধুত্ব দিয়েই সম্পর্কের সূচনা করতে হবে। আই লাভ ইউ বলার আগে কয়েকদিন মেশা উচিত। একে অপরকে আদৌ সময় দিতে পারছেন কিনা বা পারবেন কিনা সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন কথা বলে। যদি দেখেন অপর জন আপনাকে সময় দিচ্ছে তাহলে বুঝবেন আপনাকে সে সত্যি চায়।

যাকে আই লাভ ইউ বলবেন বলে ভাবছেন তিনি কেরিয়ার নিয়ে কতটা সৎ এবং উদ্যোগী সেটা বিচার করতে হবে। যাদের মাথায় কেরিয়ার নিয়ে চিন্তা থাকে, এবং নিজের পায়ে সাবলম্বী হতে চায় তাদের আই লাভ ইউ বলা যেতে পারে।

সারাক্ষণ মোবাইল, ইন্টারনেট নিয়ে যেই ছেলে কিংবা মেয়ে ব্যস্ত থাকে, এবং কেরিয়ার, শিক্ষা ও পরিবার নিয়ে এতটুকু চিন্তিত নয় বা কেয়ারিং নয়, তাদের ভুলেও আই লাভ ইউ বলতে যাবেন না।

বন্ধুত্ব চলাকালীন দেখুন আপনার উল্টো দিকের মানুষটি সত্যির সঙ্গে থাকে নাকি সত্যি মিথ্যা নিয়ে চলে নাকি একেবারে অহংকারী, মিথ্যেবাদী। তাহলে সাবধান।

বন্ধুত্ব থাকতে থাকতে বুঝে নিন সে কি চায় আপনার থেকে? টাকা, শারীরিক সম্পর্ক? নাকি দুটোই নাকি একটা? আগে থেকে সাবধান হয়ে যাওয়াই শ্রেয়।

Disclaimer: উক্ত প্রতিবেদনটি কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়, বরং পুরো প্রতিবেদন গবেষণা ভিত্তিক।

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow