Bengali SerialHoop Plus

TRP: ছক্কা হাঁকালো ‘সন্ধ্যাতারা’, ভরাডুবি ‘রাঙা বউ’-এর! বাংলা সেরা হল কে?

বৃহস্পতিবার মানেই সকাল থেকে অপেক্ষায় থাকেন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী থেকে দর্শকরাও। অবশেষে প্রকাশ্যে এল টিআরপি তালিকা (TRP List)। গত সপ্তাহের থেকে এ সপ্তাহে বড়সড় কিছু পরিবর্তন এসেছে সেরা দশের টিআরপি লিস্টে। তবে প্রথম স্থানেই কোনো বদল নেই। বিগত বেশ কয়েক মাস ধরেই এই স্থান ধরে রাখতে সক্ষম হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহের পর এ সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থানেই রয়েছে জি বাংলার চ্যানেল কপার। তার পরেই তিন নম্বরে জি এর সেকেন্ড গার্ল ‘ফুলকি’। টানটান পর্ব দেখিয়ে চতুর্থ স্থানটা দখলে রেখেছে ‘নিম ফুলের মধু’। তবে পাঁচ নম্বর স্থানে ঘটে গিয়েছে বড়সড় অঘটন। জি এর ‘রাঙা বউ’কে এক ধাক্কায় সরিয়ে উঠে এসেছে স্টার জলসার ‘সন্ধ্যাতারা’।

ষষ্ঠ স্থানে ‘সন্ধ্যাতারা’র বদলে এ সপ্তাহে জায়গা হয়েছে ‘রাঙা বউ’এর। তবে এই সিরিয়াল একা নয়। একই চ্যানেলের ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের সঙ্গে জায়গা ভাগ করতে হয়েছে পাখি আর কুশকে। বলা বাহুল্য, উত্তেজনায় ভরা পর্ব দেখিয়েও এবারে পিছিয়ে পড়ল রাঙা বউ। সাত নম্বরে জায়গা পেয়েছে স্টারের ‘হরগৌরী পাইস হোটেল’। এ সপ্তাহে নম্বর বাড়িয়েছে এই ধারাবাহিক। অষ্টম স্থান আবার জি এর দখলে। ‘খেলনা বাড়ি’ রয়েছে এই স্থানে। নয় আর দশ নম্বর স্থানে রয়েছে যথাক্রমে স্টার জলসার ‘লাভ বিয়ে আজ কাল’ এবং ‘তুঁতে’। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) অনুরাগের ছোঁয়া- ৮.৭
(২) জগদ্ধাত্রী- ৮.২
(৩) ফুলকি- ৭.৯
(৪) নিম ফুলের মধু- ৭.৮
(৫) সন্ধ্যাতারা- ৭.৩

(৬) রাঙা বউ, কার কাছে কই মনের কথা- ৭.১
(৭) হরগৌরী পাইস হোটেল- ৬.৬
(৮) খেলনা বাড়ি- ৬.৫
(৯) লভ বিয়ে আজকাল- ৬.৩
(১০) তুঁতে- ৬.১

(১১) বাংলা মিডিয়াম- ৫.৯
(১২) ইচ্ছে পুতুল- ৫.৫
(১৩) এক্কা দোক্কা, তোমাদের রাণী- ৫.১
(১৪) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৯
(১৫) মুকুট- ৪.৭

(১৬) গৌরী এলো- ৪.২
(১৭) মন দিতে চাই- ৩.৯
(১৮) গাঁটছড়া- ৩.৭
(১৯) রামপ্রসাদ- ৩.১
(২০) শ্রীকৃষ্ণ লীলা- ২.৬
(২১) বোঝেনা সে বোঝেনা- ২.০

রিয়েলিটি শো
(১) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৬.৪
(২) দিদি নাম্বার ওয়ান- ৫.৫
(৩) ডান্স বাংলা ডান্স- ৫.১
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৭

whatsapp logo

Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই