whatsapp channel

Vastu Tips: টিকটিকি আপনার বাড়ির জন্য সত্যিই কি শুভ বার্তা বয়ে আনে!

প্রত্যেকের বাড়ি দেওয়ালেই একটি প্রাণীকে প্রায়শই দেখতে পাওয়া যায়। তাহলে টিকটিকি অনেকেই হয়তো এই টিকটিকিকে যথেষ্ট ভয় পান, কিন্তু টিকটিকি আবার সেই দিক থেকে যদি কোন খাবারে পড়ে যায়, তাহলে…

Avatar

HoopHaap Digital Media

প্রত্যেকের বাড়ি দেওয়ালেই একটি প্রাণীকে প্রায়শই দেখতে পাওয়া যায়। তাহলে টিকটিকি অনেকেই হয়তো এই টিকটিকিকে যথেষ্ট ভয় পান, কিন্তু টিকটিকি আবার সেই দিক থেকে যদি কোন খাবারে পড়ে যায়, তাহলে অতিরিক্ত পরিমাণে বিষক্রিয়া হতে পারে। তবে সচরাচর টিকটিকি অসুস্থ না হলে মেঝেতে বা মাটিতে খুব একটা দেখতে পাওয়া যায় না। তাকে দেওয়ালেই দেখা যায়, টিকটিকি থাকা ঘরের জন্য বিজ্ঞানসম্মতভাবে একদিক থেকে ভালো। কারণ ঘরে পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে না। এরা সব কিছুকে একেবারে সাফ করে ফেলেন। কিন্তু আপনি যদি জ্যোতিষশাস্ত্র (Astrology) বাস্তু বিশেষজ্ঞদের (Vastushastra) আলোচনা শোনেন, তাহলে হয়তো অনেক সময় জানতে পারবেন টিকটিকি ঘরে থাকা আপনার জন্য অনেকাংশে শুভ বার্তা বয়ে আনে। আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ হয়। তাই জেনে নিন, টিকটিকি আপনার জীবনে কিভাবে প্রভাব বিস্তার করতে পারে।

যদি কোন ব্যক্তির মাথায় টিকটিকি পড়ে তবে সেই ব্যক্তি অনেক বেশি অর্থশালী হন।

কোন গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে দুটি টিকটিকির মারামারি করার দৃশ্য দেখেন তাহলে আপনি যে কাজে সেই কাজ সফল নাও হতে পারে।

বাঁ কাঁধে টিকটিকি পড়লে আপনি দীর্ঘায়ু হবেন।

ডান কাঁধে টিকটিকি পড়লে নতুন জামা-কাপড় পেতে পারেন।

ঠাকুর ঘরের টিকটিকি দেখলে গঙ্গা জল ছিটিয়ে মনস্কামনা পড়লে তা অবশ্যই পূর্ণ হবে।

স্বপ্নে টিকটিকির মারামারি করার দৃশ্য দেখলে আপনার সামনে ঘোরতর বিপদ আছে এমন বিশেষজ্ঞরা মনে করেন।

পুজো করার সময় কোন টিকটিকি দেখতে পেলে তার শুভ বলে মনে করা হয়।

ভুলবশত কোন টিকটিকির আপনার হাতে মৃত্যু হলে অবশ্যই সৎকার করুন। না হলে এটিকে অশুভ বলে ধরা হয়।

খেতে বসে টিকটিকির শব্দ শুনলে আপনি নিশ্চয়ই কোনো সুখবর পাবেন।

স্বপ্নে মৃত টিকটিকি দেখলে তা আপনার জন্য খুবই অসুখ হতে পারে।

এ ছাড়া কোন কিছু বলার সময় যদি টিকটিকি টিকটিক করে ডেকে ওঠে, তাহলে বুঝবেন সেই জিনিসটা কিন্তু হতে চলেছে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media