মানসিক অবসাদ থেকে আত্মহত্যা, মাত্র ১৮ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় টিকটক তারকা
মার্কিন মুলুকে টিকটক তারকা হিসেবে বেশ খ্যাতি ছিল ড্যাজারিয়া কুইন্ট নয়েস। বয়স মাত্র ১৮ বছর আর এর মধ্যেই নিজের প্রতিভায় সোশ্যাল মিডিয়াতে ছিল লক্ষাধিক ফলোয়ার। এর মধ্যেই খুলেছিলেন নিজের অনলাইন ব্যবসাও। হঠাৎ এই তরুণ তারকা ৮ই ফেব্রুয়ারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। কিন্তু কেন? সূত্র থেকে জানা যাচ্ছে, বিষণ্নতা তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। তাই তিনি আত্মঘাতীর পথ বেছে নেন। আত্মহত্যা করার আগে তিনি শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেখানে লেখেন, ‘এটি আমার শেষ পোস্ট।’
ড্যাজারিয়ার মৃত্যুতে তাঁর বাবা মা ভেঙে পড়েছেন। তাঁর বাবা রহিম আল্লা গত মঙ্গলবার মেয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। তিনি ইন্সটাগ্রাম পোস্ট করে লেখেন, তাঁর মেয়েকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য সকলকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন । তবে দুর্ভাগ্যজনক যে তাঁর মেয়ে আর এ পৃথিবীতে নেই । তিনি আরো লিখেছেন, ড্যাজারিয়া তাঁর কাছে মেয়ের চেয়ে একজন বন্ধু ছিল। যার সাথে তিনি সব সময় খুশি থাকতেন। ড্যাজারিয়াকে দেবদূতদের সঙ্গে উড়ে যাওয়ার জন্য ডাকা হয়েছিল। তাঁর মেয়ে সবসময় হাসি খুশি থাকতো। ৮ই ফেব্রুয়ারী সকালে ড্যাজারিয়া সারা জীবনের জন্য তাঁদের ছেড়ে চলে যায়। ড্যাজারিয়াকে কবর দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না তিনি।
ড্যাজারিয়া-র বাবা আক্ষেপ করে ও জানান যে তাঁর কন্যা আত্মঘাতী হওয়ার আগে যদি নিজের মানসিক অবসাদ নিয়ে তাঁর সঙ্গে যদি একবার কথা বলত তাহলে হয়তো তাহলে এখন তিনি এই দিন দেখতেননা। আবার ও তিনি র হাত ধরতে চান তাঁর বাবা। দুঃখের সাথে তিনি বলেছেন এখন যখন তিনি বাড়ি ফিরবেন , তখন তাঁর জন্য অপেক্ষা করার আর কেউ থাকবে না। এখন ড্যাজারিয়াকে দেবদূতদের সঙ্গে উড়ে যেতে দিতেই হবে। শুধু ‘ডি’ যেন জানে,তাঁর বাবা তাঁকে খুব ভালোবাসেন। তবে
সম্প্রতি ড্যাজারিয়া ‘ডি বিউটি আউটলেট’ নামে নিজের একটি ব্র্যান্ড লঞ্চ করেছিলেন। যেখানে নানারকম প্রসাধনী থেকে শুরু করে বিভিন্ন ব্যান্ড্রের জামাকাপড় বিক্রি শুরু করেন ড্যাজারিয়া। গত বছরের ৩১ ডিসেম্বরই ব্যবসার জন্য তিনি ইন্সটাগ্রাম পোস্টে নিজস্ব ব্র্যান্ড সম্পর্কে লিখেছিলেন, যে তিনি সবেমাত্র এই ব্র্যান্ডটি খুলেছেন । কিন্তু এত স্বল্প সময়ে যে পরিমান প্রোডাক্ট অর্ডার তিনি পেয়েছেন তাতে সে বেশ । তা নিয়ে অত্যন্ত খুশি তিনি। সবাইকে ভালোবাসা জানিয়ে তিনি আরও বলেন, যে তাঁকে এবং তাঁর এই ব্র্যান্ডকে সমর্থন করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানাতে চান। তবে ড্যাজারিয়ার অবসাদ কিসের জন্য ছিল তা তাঁর বাবা মা বন্ধুরা কেউই বলতে পারেননি। তবে তাঁর মৃত্যুতে অনুরাগীরা বেশ কষ্ট পেয়েছেন। তাঁর ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে শোক প্রকাশ করেছেন।
View this post on Instagram