Hoop Life

Lifestyle: বাস্তুমতে এইভাবে বাড়ি বানালে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন

আপনি যদি সকাল থেকে রাত পর্যন্ত বাস্তু মেনে কাজ করতে পারেন, তাহলে আপনার জীবনে কোন সমস্যাই থাকবে না। বাড়ি বানানোর সময় অবশ্যই বাস্তু মেনে বাড়ি বানান। বাস্তু মেনে বাড়ি বানালে আপনার জীবনের সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যেতে থাকবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে বাড়ির মধ্যে বাস্তুদোষ কাটিয়ে নিতে পারেন। আপনি কি জানেন? কেমন বাড়ি বানাবেন? বাস্তুমতে, জেনে নিন ঠিক কেমন বাড়ি হওয়া উচিত। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

১) আপনি যদি বড় বাড়ি করেন, তাহলে মাঝে মধ্যে সেই বাড়ি লাগোয়া ছোট ছোট বারান্দা করুন, বেশি বড় লম্বা বারান্দা বাস্তুমতে একেবারে সঠিক নয়।

২) বসার ঘর উত্তর-পূর্ব দিকে এবং উত্তর-পূর্ব দিকে পূজার ঘর বানাতে পারেন, এছাড়া খাওয়ার ঘর বানাতে পারেন পশ্চিম দিকে, দক্ষিণ-পূর্ব অর্থাৎ অগ্নিকোণে বানান রান্নাঘর, এছাড়া দক্ষিণ-পশ্চিমে বানাতে পারেন বেডরুম।

৩) অফিস বা পড়াশোনার ঘর সর্বদা উত্তর দিকে বানাবেন, এতে আপনার জীবনে উন্নতি হবে।

৪) শিশু, সন্তানদের ঘর পশ্চিম দিকে বানান। এতে সন্তানের পড়াশোনার উন্নতি হবে, সন্তানদের মনোযোগ বৃদ্ধি পাবে।

৫) শৌচালয় বানাতে হবে উত্তর-পশ্চিমে। অন্য দিকে বানানো অশুভ, কখনোই এমন করবেন না, কারণ সব টয়লেটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি। অন্য দিকে বানালে আপনার জীবনের সমস্যা দেখা দিতে পারে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Related Articles