Gold Price Today: পুজোর পর ফের সোনার দামে ব্যাপক পরিবর্তন!
পুজোর প্রায় দুই তিন মাস আগে থেকে সোনার দাম ছিল নিম্নমুখী। ৪৬ হাজারেও সোনা বিক্রি হয়েছে। ধীরে ধীরে সেই দাম ৪৭, ৪৮, ৪৯ পেরিয়ে ফের ৫০ এর গণ্ডিতে ঢুকে গিয়েছে। আবারও সোনার দাম (Gold Price) আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। মধ্যবিত্তদের নাগালের বাইরে গিয়ে পৌঁছেছে সোনার দাম।
আশ্বিন, কার্তিক মাস গেলেই শুরু হয়ে যাবে বিয়ের মাস। তাই সোনা কিনতে চাইলে নিয়মিত সোনার দামের চার্ট খেয়াল রাখুন, যেদিন দাম আপনার সাধ্যের মধ্যে আসবে সেদিনই কিনে নেবেন সোনা। চলুন দেখে নিই কতটা বাড়ল সোনার দাম।
আজকে সোমবার (১০.১০.২২) সোনার দাম
২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৯৭০ টাকা। ১০ গ্রামের দাম – ৪৯,৭০০ টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৫০,৪৫০ টাকা (১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫২,৪০০ টাকা। (জি.এস.টি আলাদা)। রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা। রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা।
সোনা কেনার পূর্বে অবশ্যই দাম যাচাই করে কিনতে যাবেন। উপরের লিখিত সোনার দামে জি. এস. টি যুক্ত নেই। প্রত্যেকটি দোকানের মেকিং চার্জ আলাদা হয়, তাই জি. এস. টি ও মেকিং চার্জ সহ গোটা জিনিসটির দামের পার্থক্য হয়। উল্লেখ্য, সোনার গহনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখেই কিনবেন।