whatsapp channel

কোথায় কোথায় ঝড়ো হাওয়া বইবে? কি বলছে আবহাওয়া দপ্তর

বাংলাতে বসন্তেই যেন গ্রীষ্মের আবহাওয়া বয়ে চলেছে গোটা ফাল্গুন মাস ধরে। ক্যলেন্ডার বলছে এখন বাংলার বসন্ত কাল তবে বাইরে সকালে সূর্যের তেজ দেখে মনে হচ্ছে এখনই মে-জুন মাস। গ্রীষ্মকাল আসার…

Avatar

HoopHaap Digital Media

বাংলাতে বসন্তেই যেন গ্রীষ্মের আবহাওয়া বয়ে চলেছে গোটা ফাল্গুন মাস ধরে। ক্যলেন্ডার বলছে এখন বাংলার বসন্ত কাল তবে বাইরে সকালে সূর্যের তেজ দেখে মনে হচ্ছে এখনই মে-জুন মাস। গ্রীষ্মকাল আসার আগেই রোদের তেজে নাজেহাল হয়ে পড়ছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে এতদিন ধরে তীব্র রোদের তেজ দেখা দিয়েছে। ভোরের দিকে আবহাওয়া বেশ মনোরম থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা বেড়েই চলেছে।ফাল্গুনে যেমন আগুন পেয়েছে বঙ্গবাসী তেমনি চৈত্রের শুরুতেই আরো বেশি গরমের ছোঁয়া। ফাল্গুন মাসেই বৈশাখের ছোঁয়া তেমনি চৈত্রতে সেই ছবি তুলে ধরা হল।

একধাক্কায় তাপমাত্রার পারদ ৩৫-৩৬ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। তবে শেষের দিকে এসে তাপমাত্রার পারদ আবারো বেশ নামতে শুরু করেছে। এখন তাপমাত্রার পারদ কিছুটা উর্দ্ধমুখী থাকলেও, ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর থেকে। যার ফলে রোদের তেজ উঠলেও, তা কিছুটা মনোরম হবে। তবে বাংলার দক্ষিণে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাংলার উত্তরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী, এই মুহূর্তে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবারও বুধবার ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা কিছুটা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সকাল থেকে হালকা রোদ উঠতে দেখা গিয়েছে। তীব্র রোদের তেজ এখনই দেখা না গেলেও, হালকা রোদ ঘিরে রেখেছে গোটা কলকাতাকে। তবে এই হালকা রোদের মধ্যেই বেশ একটা ঠাণ্ডা আমেজ বর্তমান।

দক্ষিণের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। কলকাতায় বৃষ্টির এই মুহূর্তে কোন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণে সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে আবার রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media