Gold Price: সোনার দামে দেদার পতন, ব্যাপক সুযোগ মধ্যবিত্তদের জন্য
বিগত বেশ কিছু দিন সোনার দামে ( Gold rate) ব্যাপক পতন দেখেছে সাধারণ মধ্যবিত্ত মানুষ। সোনা এখন হয়ে উঠছে মধ্যবিত্তদের বন্ধু। আজ সোনার দাম চূড়ান্ত ভাবে কমেছে। চলুন দেখে নিই, আজকের দাম কত সোনার।
১ গ্রাম সোনা – ২২ ক্যারেট – ৪,৭২৫ টাকা। গতকাল অর্থাৎ, ৫ তারিখ ছিল – ৪,৭৬৫ টাকা। আজ ৪০ টাকা কমেছে কালকের তুলনায়।
১ গ্রাম সোনা – ২৪ ক্যারেট – ৫,১৫৫ টাকা। গতকাল অর্থাৎ, ৫ তারিখ ছিল – ৫,১৯৮টাকা। আজ ৪৩ টাকা কমেছে কালকের তুলনায়।
খবরের কাগজ খুললে এখন শুধুই পার্থ অর্পিতার টাকা ও সোনা কেলেঙ্কারির খবর। ইচ্ছে হয় না ইসস যদি কিছু পেতাম। এছাড়াও, বহু মানুষ চায় এর সঠিক বিচার হোক। এত টাকা এত সোনা দেখে সাধারণ মানুষের চোখ কপালে। সেখানে সোনার দাম যদি একটু কম হয় তাহলে মনে কিছুটা হলেও জল আসে। আজকে এবং বিগত কিছুদিন ধরে সোনার দামে এতটাই পতন হয়েছে যে মানুষ এখন ভিড় করছে সোনার দোকানে। যেহেতু, সোনার দাম এখন পতনের মুখে তাই প্রতিদিন সোনার দাম খেয়াল রাখুন।