whatsapp channel

ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব

আজ ৯ অক্টোবর, চলুন জেনে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে আজকের এই বিশেষ দিনটিতে:- ঘটনাবলী-» ১) ১৪৪৬ সালে আজকের দিনে কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়। ২) ১৫১৪…

Avatar

HoopHaap Digital Media

আজ ৯ অক্টোবর, চলুন জেনে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে আজকের এই বিশেষ দিনটিতে:-

ঘটনাবলী-»
১) ১৪৪৬ সালে আজকের দিনে কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়।

২) ১৫১৪ সালে আজকের দিনে ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন।

৩) ১৭০৮ সালে আজকের দিনে রাশিয়া সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত হয়।

৪) ১৯৪০ সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের উপর বোমা নিক্ষেপ করে।

৫) ১৯৬২ সালে আজকের দিনে আফ্রিকান দেশে উগান্ডার স্বাধীনতা অর্জন হয়।

৬) ১৯৯৬ সালে আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

জন্ম-»
১) ১২৫৩ সালে আজকের দিনে ফ্রান্সের রাজা দশম চার্লস জন্মগ্রহণ করেন।

২) ১৮৩৫ সালে আজকের দিনে ক্যামিল এন্ড সাইন্স তিনি ফরাসি সুরকার ও পথপ্রদর্শক জন্মগ্রহণ করেন।

৩) ১৮৭৭ সালে আজকের দিনের সমাজসেবক, সংস্কারক, সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক উৎকলমনি গোপ বন্ধু দাস জন্মগ্রহণ করেন।

৪) ১৮৯৩ সালে আজকের দিনে কালীকিংকর সেনগুপ্ত বাঙালী চিকিৎসক স্বদেশী আন্দোলনের স্বেচ্ছাসেবক ও কবি জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ২০১০ সালে আজকের দিনে মরিস আলাইস নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও পদার্থবিজ্ঞানী মৃত্যুবরণ করেন।

২) ২০০৪ সালে আজকের দিনে ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ জাক দেরিদা মৃত্যুবরণ করেন।

৩) ১৯৭৮ সালে আজকের দিনে বেলজিয়াম শিল্পী গীতিকার অভিনেতা জ্যাকুয়েস বরেল মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
১) আজ বিশ্ব ডাক দিবস।
২) আজ বিশ্ব ডিম দিবস।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media