ঝোড়ো হাওয়ার সঙ্গে চলবে তুমুল বৃষ্টি, ফের নিম্নচাপের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের
বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের কারণে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হলেও আজ সকাল থেকে সামান্য রোদের মুখ দেখা গেছে। তবে আলিপুর সূত্রে খবর যে আজ দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে। সন্ধ্যের পর থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎসজীবদের। দীঘা, সাগরদ্বীপ ও মন্দারমণিসহ উপকূলএলাকায় জারি রয়েছে সতর্কতা।
আজ থেকে দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামসহ বাঁকুড়া ও পুরুলিয়ায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চললেও বৃষ্টিপাতের পরিমান কমবে দক্ষিণবঙ্গে।