whatsapp channel

TRP: ফের ‘জগদ্ধাত্রী’র জয়জয়কার, শুরুতেই মুখ থুবড়ে পড়ল সব্যসাচীর ‘রামপ্রসাদ’!

এক সপ্তাহের অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার প্রকাশিত হল বাংলা মেগা সিরিয়াল ও রিয়েলিটি শোয়ের টিআরপি তালিকা। আর এই সপ্তাহেও 'অনুরাগের ছোঁয়া'-কে টপকে ফের তালিকার সিংহাসনে আসীন হল 'জগদ্ধাত্রী'। সূর্য-দীপার রসায়নকে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

এক সপ্তাহের অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার প্রকাশিত হল বাংলা মেগা সিরিয়াল ও রিয়েলিটি শোয়ের টিআরপি তালিকা। আর এই সপ্তাহেও ‘অনুরাগের ছোঁয়া’-কে টপকে ফের তালিকার সিংহাসনে আসীন হল ‘জগদ্ধাত্রী’। সূর্য-দীপার রসায়নকে দর্শকরা দিল দ্বিতীয় স্থান। চতুর্থ স্থানে থেকে এবার তৃতীয় স্থানে রইল উঠে এল ‘গৌরী এলো’। চতুর্থ স্থানে নেমে গেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি। এই সপ্তাহে ফের পঞ্চম স্থানে উঠে এল ‘রাঙা বউ’ ধারাবাহিকটি।

এই সপ্তাহে ঊর্ধ্বগতি দেখিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটি। পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে এল পরাবাস্তবিক ধারাবাহিক ‘পঞ্চমী’। এই সপ্তাহে যুগ্মভাবে অষ্টম স্থান দখল করল ‘খেলনা বাড়ি’ ও ‘মেয়েবেলা’ ধারাবাহিক দুটি। এদিকে তালিকার নবম স্থানে রইল ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি। তালিকার দশম স্থানটি দখল করল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকটি। শেষের মুখে ছন্দপতন ঘটল ‘মিঠাই’-এর। তালিকার ত্রয়োদশ স্থানে নেমে গেল এই ধারাবাহিক। শুরুতেই সপ্তদশ স্থান পেল সব্যসাচী চৌধুরীর ‘রামপ্রসাদ’ ধারাবাহিক। একনজরে দেখে নিন এই সপ্তাহের পূর্ণাঙ্গ টিআরপি তালিকা:-

(১) জগদ্ধাত্রী – ৮.২
(২) অনুরাগের ছোঁয়া – ৭.৭
(৩) গৌরী এলো – ৭.৫
(৪) নিম ফুলের মধু – ৭.৪
(৫) রাঙা বউ – ৬.০

(৬) বাংলা মিডিয়াম – ৫.৮
(৭) পঞ্চমী – ৫.৭
(৮) খেলনা বাড়ি, মেয়েবেলা – ৫.৫
(৯) গাঁটছড়া – ৫.৩
(১০) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ – ৫.২

(১১) এক্কা দোক্কা – ৫.০
(১২) হরগৌরী পাইস হোটেল, সোহাগ জল – ৪.৮
(১৩) মিঠাই – ৪.২
(১৪) ইচ্ছে পুতুল – ৩.৯
(১৫) মুকুট – ৩.৪

(১৬) মন দিতে চাই – ৩.৩
(১৭) রামপ্রসাদ – ৩.২
(১৮) গোধূলি আলাপ – ৩.০
(১৯) শ্রীকৃষ্ণ লীলা – ২.৪
(২০) তোমার খোলা হওয়া, গুড্ডি – ২.০

(২১) রাধাকৃষ্ণ – ১.৩

রিয়েলিটি শো

(১) দিদি নং-১ – ৫.৪
(২) ড্যান্স বাংলা ড্যান্স – ৫.০
(৩) সুপার সিঙ্গার সিজন-৪ – ৩.৫
(৪) ঘরে ঘরে জি বাংলা – ১.৬

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা