TRP: ধুঁকছে ‘জগদ্ধাত্রী’, লড়াইয়ে ফুলকি-পর্ণা, ক্রিকেট মরশুমে টিআরপি তালিকায় কার হল জয়জয়কার!
শুরু হয়ে গিয়েছে টি২০ ক্রিকেট বিশ্বকাপ। আর এর জেরে বড়সড় প্রভাব পড়েছে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। এক ধাক্কায় কমে গিয়েছে সিরিয়ালগুলির টিআরপি (TRP)। এ সপ্তাহে একদিন পিছিয়ে শুক্রবার প্রকাশ্যে এসেছে টিআরপি তালিকা। বিগত কয়েক সপ্তাহ ধরেই ভালো ফল করছে জি বাংলার ‘ফুলকি’। এ সপ্তাহেও ৬.৭ পয়েন্ট নিয়ে বাংলা সেরা হয়েছে এই ধারাবাহিক। দু নম্বরে রয়েছে ‘নিম ফুলের মধু’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫। তৃতীয় স্থানে ৬.৩ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে ৫.৯ এবং ৫.৩ নম্বর নিয়ে রয়েছে ‘কথা’ এবং ‘জগদ্ধাত্রী’।
ষষ্ঠ স্থানে ৫.১ পয়েন্ট নিয়ে একসঙ্গে জায়গা পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জল থই থই ভালোবাসা’। সাত নম্বর স্থানে ৫.০ পয়েন্ট নিয়ে রয়েছে ‘গীতা LLB’। অষ্টম স্থানে ৪.৭ নম্বর নিয়ে রয়েছে ‘বধূয়া’। তারপরেই নবম স্থানে রয়েছে ‘রোশনাই’ এবং ‘উড়ান’। আর দশম স্থানে রয়েছে ‘আলোর কোলে’। এক নজরে দেখে নিন সম্পূর্ণ টিআরপি তালিকা-
(১) ফুলকি- ৬.৭
(২) নিম ফুলের মধু- ৬.৫
(৩) কোন গোপনে মন ভেসেছে- ৬.৩
(৪) কথা- ৫.৯
(৫) জগদ্ধাত্রী- ৫.৩
(৬) অনুরাগের ছোঁয়া, জল থই থই ভালোবাসা- ৫.১
(৭) গীতা LLB- ৫.০
(৮) বধূয়া- ৪.৭
(৯) রোশনাই, উড়ান- ৪.৪
(১০) আলোর কোলে- ৪.৩
(১১) হরগৌরী পাইস হোটেল- ৪.০
(১২) মিঠিঝোরা- ৩.৯
(১৩) কার কাছে কই মনের কথা- ৩.৭
(১৪) কে প্রথম কাছে এসেছি- ৩.৪
(১৫) চিনি, তোমাদের রাণী- ৩.১
(১৬) যোগমায়া- ২.৭
(১৭) অষ্টমী- ২.৪
(১৮) তুমি আশেপাশে থাকলে- ১.৭
(১৯) শ্রীকৃষ্ণ লীলা- ১.৬
রিয়েলিটি শো
(১) জলসা ফিকশন- ৪.৭
(২) সারেগামাপা- ৪.০
(৩) দিদি নাম্বার ওয়ান- ৩.৪
(৪) রন্ধনে বন্ধন- ০.৭