Bengali SerialHoop Plus

TRP: হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে শীর্ষে ‘অনুরাগের ছোঁয়া’! তলানিতে ‘মিঠাই’-এর স্থান

এক সপ্তাহের অপেক্ষার পর আজ প্রকাশিত হল বাংলা মেগা সিরিয়াল ও রিয়েলিটি শোয়ের টিআরপি তালিকা। আর এই সপ্তাহে তালিকার শীর্ষস্থানে ফের ঘটল পরিবর্তন। বিগত সপ্তাহে শীর্ষস্থানে ছিল একজোড়া ধারাবাহিক- ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’। তবে এই সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’ পেয়েছে প্রথম স্থান। দ্বিতীয় স্থান পেয়েছে ‘জগদ্ধাত্রী’। এবারতৃতীয় স্থানে নেমে এল ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। তৃতীয় স্থান থেকে নেমে এবার চতুর্থ স্থানে দখল করল ‘নিম ফুলের মধু’। তবে এই সপ্তাহে পঞ্চম দখল করল একজোড়া ধারাবাহিক- ‘বাংলা মিডিয়াম’ ও ‘রাঙা বউ’।

এই সপ্তাহে ষষ্ঠ স্থান দখল করল ‘পঞ্চমী’ ধারাবাহিকটি। তবে এবার পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে এল ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকটি। এই সপ্তাহে অষ্টম স্থান দখল করল একজোড়া ধারাবাহিক- ‘মেয়েবেলা’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। নবম স্থান পেল ‘খেলনা বাড়ি’ সিরিয়ালটি। তবে অনেকটা নেমে দশম স্থানে রইল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকটি। এদিকে শেষের মুখে ব্যাপক ছন্দপতন ঘটল ‘মিঠাই’-এর। গত সপ্তাহে তালিকার ষোড়শ স্থান পেয়েছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে আরো একটি স্থান নেমে সপ্তদশ স্থান পেল ‘মিঠাই’। একনজরে দেখে নিন এই সপ্তাহের পূর্ণাঙ্গ টিআরপি তালিকা:-

(১) অনুরাগের ছোঁয়া – ৭.৫
(২) জগদ্ধাত্রী – ৭.০
(৩) গৌরী এলো – ৬.৮
(৪) নিম ফুলের মধু – ৬.৪
(৫) রাঙা বউ, বাংলা মিডিয়াম – ৫.৫

(৬) পঞ্চমী – ৫.৪
(৭) এক্কা দোক্কা – ৫.৩
(৮) মেয়েবেলা, হরগৌরী পাইস হোটেল – ৪.৭
(৯) খেলনা বাড়ি – ৪.৪
(১০) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ – ৪.৩

(১১) গাঁটছড়া – ৪.২
(১২) সোহাগ জল – ৩.৮
(১৩) ইচ্ছে পুতুল, মুকুট – ৩.৪
(১৪) রামপ্রসাদ – ৩.২
(১৫) গোধূলি আলাপ, মন দিতে চাই – ২.৯

(১৬) শ্রীকৃষ্ণ লীলা – ২.৫
(১৭) মিঠাই – ২.৪
(১৮) গুড্ডি – ১.৮
(১৯) তোমার খোলা হওয়া – ১.৬
(২০) ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ – ১.২

রিয়েলিটি শো

(১) দিদি নং-১ – ৫.৪
(২) ড্যান্স বাংলা ড্যান্স – ৫.৩
(৩) সুপার সিঙ্গার সিজন-৪ – ৩.৭
(৪) ঘরে ঘরে জি বাংলা – ১.৪