Bengali SerialHoop Plus

TRP: বিশ্বকাপের দাপটে তলানিতে সিরিয়ালের টিআরপি, হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম স্থানে কে!

বৃহস্পতিবার মানেই সিরিয়ালের টিআরপি (TRP) প্রকাশের দিন। তবে এ সপ্তাহে বিভিন্ন বাংলা ধারাবাহিকগুলির টিআরপি রয়েছে উল্লেখযোগ্য ভাবে কম। সদ্য বিশ্বকাপ শুরু হওয়ায় তার প্রভাব পড়েছে সিরিয়ালে। এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘ফুলকি’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর মাত্র ৬.৮। ৬.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। গীতা এলএলবি রয়েছে তিন নম্বরে এবং নম্বর পেয়েছে ৬.৬। এবারে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে এবং কথা। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪ এবং পাঁচ নম্বরে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকটি পেয়েছে ৬.২ নম্বর।

ছয় নম্বরে জায়গা পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালটি পেয়েছে ৫.৪ নম্বর। তারপরেই সাত নম্বরে রয়েছে নতুন শুরু হওয়া ‘উড়ান’। এই সিরিয়ালটি পেয়েছে ৫.০ নম্বর। ৪.৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে জায়গা পেয়েছে ‘জল থই থই ভালোবাসা’ এবং ‘বঁধূয়া’। নয় নম্বরে জায়গা পেয়েছে স্টারের সিরিয়াল ‘রোশনাই’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৮। আর দশম স্থানে জায়গা পেয়েছে ‘আলোর কোলে’ এবং ‘মিঠিঝোরা’। এই সিরিয়াল পেয়েছে ৪.৫ নম্বর। এক নজরে দেখে ছিলেন সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) ফুলকি- ৬.৮

(২) নিম ফুলের মধু- ৬.৭

(৩) গীতা LLB- ৬.৬

(৪) কোন গোপনে মন ভেসেছে, কথা- ৬.৪

(৫) জগদ্ধাত্রী- ৬.২

(৬) অনুরাগের ছোঁয়া- ৫.৪

(৭) উড়ান- ৫.০

(৮) জল থই থই ভালোবাসা, বধূয়া- ৪.৯

(৯) রোশনাই- ৪.৮

(১০) আলোর কোলে, মিঠিঝোরা- ৪.৫

(১১) কার কাছে কই মনের কথা- ৪.৩

(১২) হরগৌরী পাইস হোটেল- ৪.২

(১৩) তোমাদের রাণী, কে প্রথম কাছে এসেছি- ৪.০

(১৪) যোগমায়া- ৩.২

(১৫) চিনি, অষ্টমী- ৩.১

(১৬) তুমি আশেপাশে থাকলে- ২.০

(১৭) শ্রীকৃষ্ণ লীলা- ১.৮

রিয়েলিটি শো

(১) জলসা ফিকশন- ৪.০

(২) দিদি নাম্বার ওয়ান- ৩.৭

(৩) সারেগামাপা লেজেন্ডস- ২.৫

(৪) রন্ধনে বন্ধন- ০.৯

Related Articles