একে অপরের গায়ে উঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে দুটি সুবিশাল সাপ, তুমুল ভাইরাল ভিডিও
গ্রামের মধ্যে লড়াই করছে দুটি সাপ। একটি সাপ আর একটি সাপের উপর জড়িয়ে পেঁচিয়ে লড়াইয়ে ব্যস্ত। জায়গাটি দেখে মনে হচ্ছে গ্রামের ভিতরে মানুষের বাসস্থানের খুবই কাছাকাছি জায়গা। কারন সাপেদের চারপাশে নানান রকম ফল ও সবজির গাছ রয়েছে। এইসব জায়গায় এমন বিষধর সাপ বোধহয় প্রায়শই দেখা যায়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। ভারতেরই কোন গ্রামের ঘটনা দেখে মনে হচ্ছে। গ্রামবাসীরা শুধু যে সাপের লড়াই দেখছেন তাই নয়, তারা এই ঘটনাটিকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছেন।
গ্রামাঞ্চলে এখনো অন্ধবিশ্বাস রয়েছে যে এই সাপের লড়াই দেখলে দিন ভালো যায়। আর সেই জন্যই এই ভিডিওগুলি এমন ঝড়ের গতিতে ভাইরাল হয়। আসলে সাপকে মা মনসার রূপে পূজা করা হয়। আমরা যতই শহরাঞ্চলের মানুষরাই এইসব বিশ্বাস করি না কেন গ্রামাঞ্চলে এখনো নিষ্ঠাভরে মা মনসার পূজো হয়।