রকমারি ব্যাঙ্গেলস এর ইউনিক ও স্টাইলিশ কয়েকটি সেরা ডিজাইন
পুজোর সময় শাড়ির সঙ্গে ম্যাচ করে হাতের চুড়ি বা ব্যাঙ্গেলস থাকবেনা, এমনটা ভাবা যায় না। তবে এখন ইমিটেশনের গোল্ডেন বা অক্সিডাইসের ব্যাঙ্গেলস এর পাশাপাশি কাঠের ব্যাঙ্গেলস, পুতির এমনকি মাটির ব্যাঙ্গেলস নিজের জায়গা দখল করে নিয়েছে।
তবে সাজগোজের উপাদান হিসাবে ব্যাঙ্গেলস এর শুরুটা কিন্তু খুব আধুনিক নয়। হরপ্পা সভ্যতার একটি প্রত্নস্থলের নাম কালিবঙ্গান। কথায় আছে এই কালিবঙ্গান নামকরনের অর্থ হলো এখানে প্রচুর পরিমাণে কালো রংয়ের ব্যাঙ্গেলস পাওয়া গিয়েছিল। তাই এর নাম ‘কালিবঙ্গান’।
তাহলে অতীতকালে ও নারী বা পুরুষ নির্বিশেষে ব্যাঙ্গেলস পড়ার প্রচলন ছিল। ট্র্যাডিশনাল ঢাকাই জামদানি বা যেকোনো সাজের সঙ্গে গোল্ড ব্যাঙ্গেলস ভালো মানাবে। তবে কুর্তি, পালাজোর সঙ্গে একটু ফ্যাশনেবল ব্যাঙ্গেলস ট্রাই করতে পারেন।
হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ইচ্ছা করলেই পড়তে পারেন কাঠের বা মাটির ব্যাঙ্গেলস। জিন্স, টপ স্কার্ট কিংবা শর্ট প্যান্টের সঙ্গে ট্রাই করতে পারেন বিডস এর ব্যাঙ্গেলস।