BollywoodHoop Plus

Urfi Javed: অন্তর্বাসের জায়গায় ফল দিয়ে গোপনাঙ্গ ঢাকলেন উরফি জাভেদ!

ভারতের ফ্যাশন দুনিয়ায় উরফি জাভেদ (Urfi Javed) একটি জনপ্রিয় নাম। নিয়ম ভেঙে নানারকম পোশাকেও যে জনসমক্ষে এসে দাঁড়ানো যায়, তা বারবার প্রমাণিত করেছেন বি-টাউনের এই বহুল চর্চিত মডেল। বারংবার ‘ছকভাঙা’ পোশাকে অদ্ভুত সব অবতারে অবতীর্ণ হয়েছেন মুম্বইয়ের এই তরুণী। নানা মহল থেকে উঠে এসেছে নানা হুমকি, নানা কটাক্ষ, নানা প্রশ্নের বাণ। কিন্তু তাতে উরফির কি! তিনি নিজের মতোই থাকেন, স্বাধীনচেতা হয়েই ঘুরে বেড়ান পথে ঘাটে কিংবা লেন্সের সামনে।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই মডেল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রায়ই নানা রূপ ও অবতারে অনুরাগীদের ধরা দেন তিনি। নানা রকমারি স্টাইলিশ পোশাকেও যেমন তার দেখা মেলে, তেমনই আবার বিভিন্ন উদ্ভট পোশাকেও দেখা দেন তিনি। কিছুদিন আগেই ব্লেড কিংবা সেফটিপিন দিয়ে পোশাক বানিয়ে লেন্সবন্দি হয়েছিলেন তিনি। আবার ডাস্টবিনের প্লাস্টিক দিয়েও পোশাক তৈরি করতে জানেন তিনি। তবে পোশাক না পরেও তাকে দেখা গেছে একাধিকবার। কখনো গোপনাঙ্গে স্টিকার লাগিয়ে জনসমক্ষে আসেন তিনি, আবার কখনো খাবারের প্লেট ও পানীয়র গ্লাস দিয়েও ঢেকে নেন নিজের আব্রু। আর এবার এই তালিকায় যুক্ত হল এক ফলের নাম।

আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার ফল দিয়ে লাজ ঢাকলেন উরফি। সম্প্রতি এই মডেলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আর এই ভিডিওতে তাকে দেখা গেছে একটি ফল দিয়ে নিজের স্তনযুগল ঢেকেছেন তিনি। ভিডিওটি একটি বিনোদন পেজ থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওর শুরুতেই দেখা গেছে দুধসাদা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে কিউয়ি ফল খাচ্ছেন তিনি। ফলে আলতো কামড় বসানোর পরেই জুম-আউট হয় ক্যামেরার। আর তাতে দেখা যায় তার উর্ধাঙ্গে নেই সুতোর লেশমাত্রজ নিম্নাঙ্গে একটি ঢিলেঢালা কালো ট্রাউজার। তবে তিনি নিজের বক্ষযুগল ঢেকেছেন সেই কিউয়ি ফলের পিয়া দিয়ে। সেগুলিকে একটি সুতো দিয়ে বেঁধে অন্তর্বাসের আকৃতি দিয়েছেন। আর তাতেই রক্ষা হয়েছে তার লাজ।

এই ভিডিও বেশ শোরগোল ফেলেছে সামাজিক মাধ্যমে। আবারো পোশাক বিতর্ক তৈরি হয়েছে এই মডেলকে ঘিরে। ভিডিওর কমেন্ট বক্সে তার প্রতিফলন স্পষ্ট লক্ষনীয়। অনেকেই আবারো তাকে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন। অনেকেই তার পোশাক নিয়ে ‘ছিঃ ছিঃকার’ করেছেন, আবার অনেকেই শালীনতার পাঠ পড়াতে চেয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

Related Articles