BollywoodHoop Plus

Urfi Javed: শরীরে নেই সুতোর লেশমাত্র, নির্লজ্জতার সীমা পার করে ফটোশ্যুট করলেন উরফি জাভেদ

উরফি জাভেদ (Urfi Javed) হলেন বি-টাউনের একজন সর্বাধিক চর্চিতা অভিনেত্রী। নিজের পোশাক নিয়ে রাখঢাক তার কোনোদিনই নেই। ভারতীয় নারীদের পোশাকের ট্যাবু ভাঙতে তিনি সিদ্ধহস্তা। আর সেই নিয়ে তাকে নানা সমালোচনা, বিতর্কের সম্মুখীন হতে হয়। তাতে তার কিছুই যায় আসে না। বরং সেগুলিকে ইন্ধন বানিয়ে নিজেকে আর বেশি করে রঙিন প্রজাপতি করে তোলেন এই মডেল। কখনো সেফটিপিন, কখনো খবরের কাগজ, কখনো ডাস্টবিন ব্যাগ, কখনো আবার শামুকের খোলক- এসব দিয়ে নিজের আব্রু ঢাকতে বেশ পারদর্শী তিনি। তবে এবার তিনি যা করলেন, তা নিয়ে পড়ল শোরগোল।

উরফি যেখানেই যান, তার পিছনে মৌমাছির মতো ছোটেন প্যাপরা। ক্যামেরা যেন তার পিছু ছাড়তেই চায়না। আর এবার এক উদ্ভট পোশাকে লেন্সবন্দি হলেন মুম্বইয়ের এক মডেল। সম্প্রতি তার দেখা মিলল এক রুফটপ সুইমিং পুলের সামনে। আর এই নিয়ে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই ভিডিওতে তাকে দেখা গেছে একটি দুধসাদা রংয়ের ঢিলেঢালা ট্রাউজারে। তবে সেই ট্রাউজারের কোমরের বোতাম খোলা থাকায় নাভি হয়েছে উন্মুক্ত। তবে তার উর্ধাঙ্গে নেই সুতোর লেশমাত্র। দুটি হাতের রেপ্লিকা দিয়ে তিনি ঢেকেছেন নিজের বক্ষযুগল। মুখে মানানসই মেকআপ, ঠোঁটে বোল্ড গ্লসি লিপস্টিক, পরিপাটি করে বাঁধা চুল। সব মিলিয়ে যেন চুঁইয়ে পড়ছে লাস্যময়তা।

এই পোস্টেও তাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই আবারো এই রূপে উরফিকে দেখে রেগে আগুন হয়েছেন। অনেকেই আবার প্রশংসা করেছেন তার ফ্যাশন সেন্সের। কেউ লিখেছেন, ‘এভাবে এরকম পোশাক পরতে লজ্জা লাগেনা এই মেয়েটার’; অন্যজন লিখেছেন, ‘এটুকু রাখঢাকের কি প্রয়োজন, সবটা খুলে দিলেই তো হয়’; আরেকজন আবার লিখেছেন, ‘এর মানসিক চিকিৎসার প্রয়োজন’। আবার কেউ কেউ তার প্রশংসা করে লিখেছেন, ‘তোমার এই সাহসকে সম্মান জানাই’।

প্রসঙ্গত, কয়েকদিন আগে নিজেকে এক অন্য লুকে সাজিয়ে সমাজিক মাধ্যমের দেওয়ালে মেলে ধরেছিলেন উরফি জাভেদ। সেই পোস্টেও তাকে এমনই নগ্নিকা অবতারে দেখা গেছে। এভাবেই নিজের চুল কিংবা হাত দিয়ে নিজের লাজ রক্ষা করে আধুনিক ফ্যাশনের রেশ দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে একপ্রকার সিদ্ধহস্তা এই মডেল। এই নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ছড়াছড়ি হয়। তবে তাতে বেশি একটা আমল দেননা তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা