Mithai: স্লট পরিবর্তনের মুখে ‘মিঠাই’! জায়গা নিচ্ছে ‘উরন তুবড়ি’?
‘মিঠাই’-এর জীবনে এতটুকুও শান্তি বোধহয় নেই। গত বৃহস্পতিবারের টিআরপি রিপোর্টে সবেমাত্র ‘গাঁটছড়া’-কে পিছনে ফেলেছিল ‘মিঠাই’। ইতিমধ্যেই আবারও ‘মিঠাই’-এর উপর ঘনিয়ে এল সমস্যা। ‘উড়ন-তুবড়ি’ কাড়তে চলেছে ‘মিঠাই’-এর স্লট।
সম্প্রতি ভাইরাল হয়েছে ‘উড়ন-তুবড়ি’-র নতুন প্রোমো। সেই প্রোমোতেই দেখানো হয়েছে ‘উড়ন-তুবড়ি’ জি বাংলায় রাত আটটার সময় সম্প্রচারিত হবে। এরপরেই ‘উড়ন-তুবড়ি’-র সময়ের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকৃতপক্ষে, জি বাংলার অফিশিয়াল ইউটিউব পেজে ‘উড়ন-তুবড়ি’-র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। সেখানেই লেখা রয়েছে রাত আটটার সময় সম্প্রচারিত হবে ‘উড়ন-তুবড়ি’। ফলে নেটিজেনদের একাংশ জিজ্ঞাসা করছেন, ওই সময় কি আর ‘মিঠাই’ হবে না? কারণ ইদানিং স্লট পরিবর্তনের অর্থ হল সিরিয়ালের উপর অশনি সংকেত ঘনিয়ে আসা।
View this post on Instagram
আসলে ‘মিঠাই’-এর স্লট অপরিবর্তিত থাকছে। ভুলটা হয়েছে ‘উড়ন-তুবড়ি’-র প্রোমো আপলোডিং-এর সময়। ‘উড়ন-তুবড়ি’-র প্রোমো আপলোড করতে গিয়ে হেডিং-এ ভুল হয়ে গিয়েছিল। তবে দ্রুত তা শুধরে নেওয়া হলেও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভুল হেডিং-এর স্ক্রিনশট। এর ফলেই দর্শকরা কনফিউজড হয়ে গিয়েছিলেন।
আপাতত এই ভুলের কারণে প্রতিনিয়ত ট্রোল হতে হচ্ছে জি বাংলাকে। তবে যাই হোক, ‘উড়ন-তুবড়ি’ সম্প্রচারিত হচ্ছে সন্ধ্যা ছ’টায়। স্লট হারাতে হয়নি মিঠাইকেও।
View this post on Instagram