Ushasi Ray: লাল পোশাকে ‘বার্বি ডল’ সাজলেন ঊষসী, ছবি দেখে ঘাম ঝরলো পুরুষ ভক্তদের

‘বার্বি’ জ্বরে বর্তমানে আক্রান্ত কলকাতা। ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত ফিল্ম ‘বার্বি’-র আগেই অবশ্য মেয়েদের বিশেষ পছন্দের দুনিয়া হল বার্বির গোলাপি পৃথিবী। ফলে এই ফিল্ম প্রেক্ষাগৃহে রিলিজ করতেই বেড়েছে উন্মাদনা। ‘বার্বি’ রিলিজ করতেই অভিনেত্রীদের একাংশ শুরু করেছেন বার্বি থিমের ফটোশুট। কিছুদিন আগে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সেজেছিলেন ‘বার্বি’। এবার একই পথে হাঁটলেন ঊষসী রায় (Ushashi Ray)। শুক্রবার ইন্সটাগ্রামে ঊষসী তাঁর অনুরাগীদের সাথে শেয়ার করেছেন কয়েকটি ছবি।

ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে ফুশিয়া পিঙ্ক রঙের অফ শোল্ডার ড্রেস। ড্রেসটি বডিকন হওয়ার কারণে ড্রেস জুড়ে অনেকগুলি প্লিট তৈরি হয়েছে। সামান্য ডিপ নেকলাইনের ড্রেসের কারণে উন্মুক্ত রয়েছে ঊষসীর ক্লিভেজ। এই ড্রেসের সাথে উজ্জ্বল মেকআপ করেছেন ঊষসী। চোখে ব্যবহার করেছেন শিমারি আইশ‍্যাডো। তৈরি হয়েছে স্মোকি আই লুক। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ছোঁয়া। ঠোঁট রাঙিয়েছেন গোলাপি রঙের গ্লসি লিপস্টিকে। খোলা রয়েছে তাঁর সিল্কি চুল। দুই কানে বিগ সাইজড পার্ল ইয়ারিং পরেছেন ঊষসী। বাঁ হাতে রয়েছে স্টোন স্টাডেড সিলভার ব্রেসলেট। ছবিগুলি শেয়ার করে ঊষসী লিখেছেন, এই বার্বি আগে ‘ওপেনহেইমার’ দেখবে। ক্যাপশনের সাথে অনেকগুলি গোলাপি রঙের হার্ট ইমোজি জুড়েছেন ঊষসী।

ঊষসীর ছবিগুলি তুলেছেন সায়ন দে (Sayan Dey)। ছবিগুলি তাঁর অনুরাগীদের যথেষ্ট পছন্দ হয়েছে। অনেকেই ঊষসীর সৌন্দর্যের প্রশংসা করেছেন।

আপাতত ছোট পর্দা থেকে দূরে রয়েছেন ঊষসী। বর্তমানে ওয়েব সিরিজের কাজে মন দিয়েছেন তিনি। পাশাপাশি রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh) পরিচালিত ফিল্ম ‘আয়ুরেখা’-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ঊষসী।

 

View this post on Instagram

 

A post shared by Ushasi(ঊষসী)Ray (@ushasi)