Vastu Plant: কয়েকমাসে কেটে যাবে চাকরির বাধা, বাড়ির প্রবেশদ্বারে এনে রাখুন এই গাছ
ভারতের প্রাচীন শাস্ত্রের মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রে মূলত গৃহসজ্জা এবং তার বিভিন্ন রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। কোন জিনিস বাড়ির কোথায় রাখলে বাড়ির উপর ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে বা কোন জিনিস কোন দিকে রাখলে তার প্রভাব হবে মারাত্মক, তা বিস্তারিত আলোচনা করা হয় বাস্তুশাস্ত্রে। জীবনে এর জীবন্ত প্রভাব বর্তমান। তাই অক্ষরে অক্ষরে অনেকেই মেনে চলে বাস্তুশাস্ত্রে উল্লিখিত সব নিয়মকানুন।
এদিকে বাড়িতে নানা গাছ লাগানোর অভ্যেস আমাদের সকলের কমবেশি আছে। কেউ বাড়ির সামনে ফল ও সবজির বাগান তৈরি করেন, কেউ আবার জায়গার অভাবে বাড়ির ব্যালকনি ও ছাদে টবে নানা ফুলগাছ ও ক্যাকটাস গাছ লাগিয়ে থাকেন। কেউ আবার বেডরুমের যেকোনো কোণায় বিভিন্ন ইনডোর গাছ লাগিয়ে থাকেন। বিজ্ঞান যেমন বলে ঘরের ভেতর গাছ লাগানোর সুফল, তেমনই বাস্তুশাস্ত্রেও বিভিন্ন ধরণের গাছ বাড়িতে রাখার প্রভাব সরাসরি পড়তে পারে আমাদের জীবনের উপর। এমনকি, সঠিক নিয়ম ও দিক মেনে গাছ লাগলে সৌভাগ্য ফিরতে পারে মানুষের, এমনটা দাবি করেন বাস্তু বিশেষজ্ঞরা।
বাস্তুশাস্ত্রে ক্র্যাসুলা গাছ বাড়িতে লাগানো শুভ বলে মনে করা হয়। পুরাণ মতে, একবার কুবেরকে মহাদেব একটি ক্র্যাসুলা গাছ দিয়েছিলেন। সেই থেকেই নাকি এই গাছের নাম হয়ে যায় কুবের গাছ। বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে থাকলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ এই গাছ বাড়ি থেকে সব নেগেটিভ এনার্জি দূর করে। বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী, সব সময় এই গাছ পূর্ব দিকে লাগানো উচিত। এতে শিব আর কুবেরের আর্শীবাদ পাবেন আপনি।
এছাড়াও এই গাছের সম্পর্ক যেহেতু ধনসম্পদের দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কিত, তাই একথা বলাই যায় যে এই গাছটি বাড়িতে লাগলে বাড়ির সদস্যদের অর্থভাগ্য ফিরে যেতে পারে। এছাড়াও এই গাছ আমাদের জীবনের নানা বাধা ও বিপত্তি কাটিয়ে দিতে পারে। তবে তার জন্য এই গাছটিকে বাড়ির প্রবেশদ্বারে লাগানো উচিত। এমনটা করলে বিশেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেসব বাধা কাজ করে, তা দূর হয় সহজেই।
Disclaimer: প্রতিবেদনটি তথ্য ও অনুমানের ভিত্তিতে লেখা। কোনরূপ কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়।