Hoop Life

Lifestyle: বাস্তু মেনে রাখুন জুতো, জীবনে আসবে সমৃদ্ধি

কি ভাবছেন জুতো কেনার নিয়ম আছে? তার আবার দিনক্ষণ আছে? জুতো রাখার নিয়ম মানতে হবে। হ্যাঁ এই সব প্রশ্নের উত্তর যদি হ্যা হয়, এই নিয়মগুলো মানতে হবে। চলে তাহলে কিন্তু আপনার জীবন একেবারে খারাপ হয়ে যাবে। জীবনকে যদি ভালোভাবে কাটাতে হয় তাহলে অবশ্যই বাস্তু মেনে চলুন। কারণ আমরা অনেকেই ভাবি বাস্তু কোন কুসংস্কার, কিন্তু জানিনা বাস্ত কোন কুসংস্কার নয়। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন কিভাবে জুতো রাখবেন বাস্তু মেনে।

১) অবশ্যই যে জায়গাটিতে জুতো রাখবেন, সেই জায়গাতেই যেন ভালো করে ঢাকা দেওয়া হয়, অর্থাৎ ঢাকা কোন ক্যাবিনেটে জুতো রাখাই ভালো। সরাসরি যেন কোন জুতো চোখে না পড়ে।

২) জুতো রাখার ক্যাবিনেট যেন উত্তর-পূর্ব দিকে মুখ করে থাকে, এটি আপনার দেহের জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে, সমস্ত নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দেবে।

৩) যদি কোনো ক্যাবিনেট না থাকে তাহলে জুতোগুলোকে একই দিকে মুখ করে রাখার চেষ্টা করুন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না।

৪) জুতো যে জায়গায় রাখবেন, সেই জায়গা যেন পরিষ্কার হয় বাথরুমের জুতো আর ঘরের জুতো যেন আলাদা হয়। আপনার জুতো ঠিক রাখতে আপনি জুতার র‍্যাক বা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন।

৫) আপনার শীতকালীন বুট এবং জুতা একটি আলাদা জায়গায় সংরক্ষণ করুন, যাতে তারা বাড়ির ইতিবাচক শক্তিকে প্রভাবিত না করে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Related Articles