Hoop Life

Vastu Tips: ঘড়ির সঙ্গে ঘোরে ভাগ্যের চাকা! বাড়িতে এই উপায়ে ঘড়ি রাখলেই হবে সুখের বন্যা

ভারতের প্রাচীন একটি শাস্ত্র হল বাস্তুশাস্ত্র। বহু শতাব্দী ধরে এই শাস্ত্র আমাদের বসতবাড়ি সাজানো গোছানোর বিষয়ে নানা তথ্য দিয়ে আসছে। বাড়ির কোথায় কোন জিনিস রাখলে, বাড়িতে লক্ষ্মীর বসবাস হয়, সেই বিষয়েও নানা মত দিয়ে থাকেন বাস্তুবিদরা। তেমনই বাড়িতে কোন গাছ লাগলে, সেই বাড়িতে সমৃদ্ধির দেবীর কৃপা বর্ষণ হয়, সেই বিষয়েও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। এছাড়াও আরো ভিবিন্ন জিনিসের প্রভাব নিয়ে আলোচনা হয়ে থাকে বাস্তুশাস্ত্রে।

গৃহসজ্জায় আমরা নানা জিনিস ব্যাবহার করে থাকি। কেউ যেমন দেওয়ালে ছবি দিয়ে ঘর সাজিয়ে তোলেন, কেউ আবার ঘর সাজাতে ভালোবাসেন নানা শো-পিস দিয়ে। এসবের পাশাপাশি আসবাবপত্র তো হল কোনো বাড়ির প্রধান বস্তু। তবে বাস্তুশাস্ত্র মতে ঘর সাজালে ঘরের মধ্যে সদা বিরাজ করে সুখ ও শান্তি, এমনটাই মনে করেন অনেকেই। একইসঙ্গে এইসব নিয়ম মেনে বাড়ি সাজালে দেবী লক্ষ্মী সহ নানা দেবতার কৃপালাভ হয়ে থাকে। তাই এভাবেই বাড়ি সাজানোর পরামর্শ দেন অনেকে।

গৃহসজ্জা ও আমাদের দৈনন্দিন জীবনে ঘড়ি হল একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই ঘড়ির মাধ্যমেই আমরা সময়ের হিসেবনিকেশ করে থাকি। সেই কারণেই বাস্তুশাস্ত্রে ঘড়ির অবস্থান নিয়ে নানা বিধান দেওয়া হয়েছে। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন যে সঠিক দিকে ও সঠিক নিয়ম মেনে ঘড়ি না রাখলেই ঘরে নেমে আসতে পারে দুর্ভাগ্যের মেঘ। বাস্তু মতে, ঘরের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি রাখলে তার ভালো ফল পাওয়া যায়। তবে এই দিকের দেওয়ালে জায়গা না থাকলে উত্তর দিকের দেওয়ালে ঘড়ি রাখা যায়।

তবে ভুল করেও দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি রাখবেন না। এর প্রভাব মারাত্মকভাবে পড়তে পারে জীবনে। কারণ দক্ষিণ দিককে যমের দিক বলে মনে করা হয় সনাতনী শাস্ত্রে। তাই এই দিকে ঘড়ি রাখলেই দুর্ভাগ্যের জীবন শুরু হতে পারে। এছাড়াও বন্ধ ঘড়ি বাড়িতে একদমই টাঙিয়ে রোলহ উচিত নয়। এতে খারাপ সময় আসে ঝড়ের বেগে। এছাড়াও বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘড়ির সময় সর্বদা কয়েকমিনিট এগিয়ে রাখা উচিত। জীবনে এর ফলে সৌভাগ্য নেমে আসবে।

Disclaimer: প্রতিবেদনটি তথ্যের ভিত্তিতে লিখিত। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়।

Related Articles