Lifestyle: টাকা-পয়সার সমস্যায় জেরবার, বাস্তুমতে বাড়িতে রাখুন জেড প্ল্যান্ট, হবে অর্থবৃষ্টি
আমরা অনেক সময় বাড়িতে নানা কারণে ছোট ছোট গাছ লাগিয়ে থাকি। আমাদের ইচ্ছা বা আমাদের অনেক সময় ঘর সাজাতে ইচ্ছা করে এই সুন্দর সুন্দর গাছ দিয়ে, তাই এখন আপনি যে কোন কোথাও গেলেই ইনডোর প্ল্যান্ট এর সুন্দর সমাহার খুঁজে পাবেন। এই ধরনের ছোট ছোট গাছ আপনার জীবনকে একেবারে পাল্টে দিতে পারে, তাই আজ থেকেই বাড়িতে রাখুন জেড প্ল্যান্ট। তবে জেড প্ল্যান্ট রাখার কতগুলি নিয়ম আছে সেগুলো অবশ্যই জেনে নিন আমাদের Hoophaap এর পাতায়।
১) আপনি যেখানে বসবাস করছেন সেখানে সবুজ রঙের তবে উত্তর-পূর্বদিকে এই গাছ রোপন করতে পারেন, তাহলে আপনার অর্থভাগ্য ফিরে যাবে।
২) আপনার ঘরের উত্তর দিকে যদি নীল সাদা রঙের টবের মধ্যে এই গাছ রোপন করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন পাল্টে গেছে।
৩) যদি অর্থনৈতিক সমস্যা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে অবশ্যই গোলাপি রঙের টবের মধ্যে এই গাছ রোপন করতে পারেন।
৪) তবে বাস্তুমতে, আপনার গৃহে কখনোই কোনো কাঁটা জাতীয় গাছ লাগানো একেবারে উচিত নয়, তবে শুধুমাত্র যদি মনে হয়, তাহলে উত্তর দিকে লাগাবেন, অন্যদিকে রাখতে পারেন।