whatsapp channel

Kitchen Vastu Tips: গরম চাটুতে জল ঢালবেন না, হতে পারে মহাবিপদ

রান্নাঘরে ব্যবহৃত চাটু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের প্রত্যেকের রান্নাঘরেতেই চাটু ব্যবহার করা হয়। প্রতিদিন কিন্তু চাটু ব্যবহার করার সময় যদি এই নিয়মগুলো না মানেন, তাহলে আপনার জীবনে হতে পারে…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

রান্নাঘরে ব্যবহৃত চাটু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের প্রত্যেকের রান্নাঘরেতেই চাটু ব্যবহার করা হয়। প্রতিদিন কিন্তু চাটু ব্যবহার করার সময় যদি এই নিয়মগুলো না মানেন, তাহলে আপনার জীবনে হতে পারে অনেক অবনতি। অবনতি থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই এই বাস্তুটিপসগুলো আপনাকে মেনে চলতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে হতে পারে মহাবিপদ।

Advertisements

১) রান্নাঘরে থাকা চাটুকে কখনো সবার সামনে রাখবে না, সবার সামনে চাটু কখনোই রাখতে নেই। রান্নাঘরের কোন স্থানে যেখানে সহজে বাইরের লোক চাটু দেখতে পারবে না, সেরকম স্থানে চাটুকে রাখতে হবে।

Advertisements

২) রান্নাঘরে থাকা চাটুকে পরিষ্কার করার সময় অত্যন্ত যত্নবান হতে হবে। না হলে কিন্তু চাটু যদি নোংরা থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা আসতে পারে এমনটাই বলছেন বাস্তুবিশেষজ্ঞরা। অনেক সময় রুটি করার সময় আটা ময়দা লেগে থাকে, তা ভালো করে পরিষ্কার করা হয় না, পরিষ্কার করার সময় অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার করতে হবে।

Advertisements

Kitchen Vastu Tips: গরম চাটুতে জল ঢালবেন না, হতে পারে মহাবিপদ

Advertisements

৩) বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, চাটুকে কখনোই উল্টো করে রাখতে নেই, সর্বদা চাটুকে সোজা করে রাখবেন না হলে কিন্তু হতে পারে মহাবিপদ, যদি উল্টো করে রাখেন, তাহলে আপনার জীবনে কোন কারনে আকস্মিক কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই এ বিষয়ে সদা সতর্ক থাকুন আর বাস্ত বিশেষজ্ঞের মতামত মেনে চলুন।

Kitchen Vastu Tips: গরম চাটুতে জল ঢালবেন না, হতে পারে মহাবিপদ

৪) অনেক সময় এই পিঠের পুলির মরসুমে আমরা চাটুতে জল দিয়ে তারপরে করি অথবা আমরা যদি বাড়িতে ধোসা বানাতে চাই, অনেক সময় জল ছিটিয়ে নিয়ে তারপরে করি। বাস্তুবিশেষজ্ঞরা বলছেন, এটি কিন্তু একেবারেই আপনার জন্য শুভ সংকেত বয়ে আনবে না, তাই রান্না করার সময় সদা সতর্ক থাকুন।

Kitchen Vastu Tips: গরম চাটুতে জল ঢালবেন না, হতে পারে মহাবিপদ

৫) চাটুতে যখন রুটি তৈরি করবেন তখন সবার আগে চাটুতে একটু সামান্য নুন দেবেন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। কথাতেই আছে, নুন কিন্তু আমাদের জীবন থেকে বা আমাদের বাড়ি থেকে নেগেটিভিটি দূর করতে সাহায্য করে তাই অবশ্যই এটি মেনে চলুন।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক