ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জয়পুরের। সেখানে সওয়াই মাধো সিং প্রাসাদ অধুনা সিক্স সেন্স ফোর্ট অফ বারওয়ারাতে বসতে চলেছে ভিকি ও ক্যাটরিনার বিয়ের আসর। কড়া নিরাপত্তা রয়েছে ‘সিক্স সেন্স ফোর্ট অফ বারওয়ারা’ জুড়ে। 7 ই ডিসেম্বর থেকে 10 ই ডিসেম্বর অবধি চলবে ভিকি ও ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান। ভিকি ও ক্যাটরিনার তরফে অতিথিদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার না করতে।
View this post on Instagram
অপরদিকে এই বিয়ের কারণে রাজস্থানের বিখ্যাত চৌথ মাতার মন্দিরে সর্বসাধারণের যাওয়ার জন্য রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে রাজস্থানের এক আইনজীবী ভিকি ও ক্যাটরিনার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন। এর মধ্যেই ফাঁস হয়েছে ভিকি ও ক্যাটরিনার বিয়ের মেনু। ভিকি পঞ্জাবি হওয়ার কারণে মেনুতে রয়েছে ছোলে বাটোরে, চিকেন মশালা, লস্যি ও ছাসের ব্যবস্থা। এছাড়াও ক্যাটরিনার পছন্দ মতো বিভিন্ন ধরনের মিষ্টি ও আইসক্রিম থাকছে। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার সবই হতে চলেছে রাজকীয়। কর্ণাটক থেকে আনা হয়েছে ফ্রেশ অর্গানিক সব্জি। থাইল্যান্ড থেকে আনা হচ্ছে মাশরুম যা দিয়ে তৈরি হতে চলেছে বিশেষ পদ, হল্যান্ড থেকে আনা ফ্রেশ ফল ও ফিলিপিন্স থেকে আনা অ্যাভোকাডো দিয়ে তৈরি হতে চলেছে বিশেষ স্যালাড।
View this post on Instagram
এছাড়াও মেনুতে থাকছে পেরি পেরি পনির, স্পিনাচ কর্ণ, ব্রোকোলি স্যালাড, টোফু স্যালাড। রাজস্থানের বিশেষ ডিশ দাল-বাটি-চুরমা ও বিশেষ মিষ্টি থাকছে মেনুতে। 7 ই ডিসেম্বর মেহেন্দি, 8 ই ডিসেম্বর সঙ্গীত, 9 ই ডিসেম্বর হিন্দু রীতি মেনে বিয়ে ও তারপর হোয়াইট ওয়েডিং-এর মাধ্যমে সাতপাকে বাঁধা পড়বেন ভিকি ও ক্যাটরিনা। 10 ই ডিসেম্বর রয়েছে বলিউড তারকাদের জন্য গ্র্যান্ড রিসেপশন পার্টি। আশেপাশের আরও আটচল্লিশটি হোটেল বুক করা হয়েছে অতিথিদের জন্য। হোটেলের কর্মীদের মোবাইল ফোন ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি নিষিদ্ধ রয়েছে ড্রোন ক্যামেরাও।
কাঁচ দিয়ে তৈরি হচ্ছে বিয়ের মন্ডপ। সেখানে সাতটি সাদা ঘোড়ার টানা রথে করে উপস্থিত হবেন ভিকি। এখনও অবধি প্রাপ্ত খবর অনুযায়ী এমনটাই শোনা যাচ্ছে। একটি অনলাইন সংস্থা একশো কোটি টাকার বিনিময়ে কিনেছে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবি ও ভিডিওর স্বত্ত্ব। সেগুলি পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
View this post on Instagram