Kolkata Metro: জোর কদমে শুরু হয়ে গেল ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির কাজ, কবে শুরু পরিষেবা?
কলকাতা মেট্রো (Kolkata Metro) সম্প্রসারণের কাজ চলছে পুরোদমে। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডরের ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ শুরু হয়েছে অবশেষে। মেট্রো স্টেশনের ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ শুরু হয়েছে বলে খবর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে। স্টেশন নির্মাণের জায়গাটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির অন্যান্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।
কাজ শুরু ভিক্টোরিয়া স্টেশনের
জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডরটি কলকাতা মেট্রোর পার্পল লাইনে। এই লাইনে বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত যাত্রী পরিষেবা চালু রয়েছে। মাঝেরহাটের পরে রয়েছে আরো চারটি স্টেশন, যেগুলি হল খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড। এর মধ্যে জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনটি তৈরির কাজ শুরু হয়েছে।
কত গভীর হবে স্টেশন
জানা যাচ্ছে, এই মেট্রো স্টেশনটি হবে ৩২৫ মিটার দীর্ঘ। ১৪.৭ মিটার গভীরে তৈরি হচ্ছে স্টেশনটি। মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, স্টেশনে ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ শুরু হয়েছে। এর জন্য স্টেশনের স্ল্যাব তৈরি করা হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১১৫ মিটার ডায়াফ্রাম ওয়াল তৈরি করা হয়েছে। তবে এখনও ৫৯৪ মিটার ওয়াল তৈরির কাজ বাকি রয়েছে বলে জানানো হয়েছে। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনটি তৈরির সময়ে যে কম্পন হবে তার উপরে নজর রাখছে কর্তৃপক্ষ।
নিয়ম মেনেই চলছে কাজ
খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খননের জন্য খিদিরপুর লঞ্চ শাফট থেকে দুটি খননকারী মেশিন আনা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। আপাতত খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে লঞ্চিং শাফট তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির জায়গা থেকে ২২ টি গাছ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।