Lifestyle: অর্থনৈতিক সমৃদ্ধি পেতে বিনায়ক চতুর্থীতে গণেশ পুজো করুন, জেনে নিন কবে এই তিথি
ব্যবসায় উন্নতি হচ্ছে না, অথবা চাকরি ক্ষেত্রে কি একেবারে উন্নতি নেই, কিংবা চাকরি কি চলে গেছে, অথবা অনেকদিন চেষ্টা করেও আপনি আপনার বেকার জীবন থেকে কিছুতেই বেরোতে পারছেন না? এ রকম নানা রকম অর্থনৈতিক সমস্যার সমাধান করবে এবারের বিনায়ক জয়ন্তীর শুভ তিথি।
বিনায়ক জয়ন্তীর শুভ তিথিতে যদি এইভাবে সঠিক নিয়মে পুজো করতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা দূর হবে নিমেষের মধ্যে এবারে বিনায়ক জয়ন্তী দিন পড়েছে ৩রা জুন। এই দিন চতুর্থীর তিথি শুরু হবে দুপুর ১২.১৭ মিনিটে এবং থাকবে রাত ২.৪১ মিনিট পর্যন্ত। পূজার শুভ সময় ১০.৫৬ মিনিট থেকে ১.৪৩ মিনিট পর্যন্ত। বিনায়ক দেবতা গণেশের আরেক সমার্থক নাম। গণেশের পুজো করলে আপনি যে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নত হতে পারবেন তা বলাই বাহুল্য।
প্রকৃতপক্ষে গণেশের উপাসনা আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্ত দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক এবং শারীরিক ও মানসিক দিক থেকে একটি ঐশ্বরিক ক্ষমতা অর্জন করতে পারবেন। যার জন্য আপনার সামনের জীবনে এগিয়ে চলার পথ অনেকটা সুগম হবে। বাধা বিঘ্ন থাকলেও আপনি সহজে তা কাটিয়ে উঠতে পারবেন।