Hoop NewsHoop Trending

WB Job Recruitment: নতুন বছরে সুখবর! মাধ্যমিক পাশ থাকলেই আশাকর্মী পদে সরকারি চাকরির সুযোগ

করোনা অতিমারী কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটলেও, এই সময়ে তীব্র মন্দা চাকরির বাজারে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, কমেছে বিজ্ঞপ্তি; তেমনই বেসরকারি স্থানেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। আর এই অবস্থায় সুখবর শোনাল স্বাস্থ্য দপ্তর।

রাজ্যের মহিলাদের জন্য চাকরির নতুন দিশা দেখাচ্ছে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মাধ্যমিক পাস যোগ্যতায় আশা কর্মী পদে চাকরির সুযোগ পাবেন মহিলারা। ২০০-র বেশি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করবে সংশ্লিষ্ট দপ্তর। একনজরে দেখে নিন এই শূন্যপদের বিন্যাস সহ নানা বিবরণ।

■ শূন্যপদের বিবরণ: পদের নাম ‘আশা কর্মী’। মোট শূন্যপদ ২১৮ টি। বিজ্ঞপ্তি নং- 1348/SDO(R), 1854/S, 380/ASHA/CON

■ শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। শুধুমাত্র মহিলারাই আবেদনযোগ্য। এক্ষেত্রে বিবাহিতা বা বিধবা বা সরকারিভাবে বিবাহ বিচ্ছিন্নরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দারা আবেদনযোগ্য। তবে আবেদনকারীকে অবশ্যই গ্রেড-১ বা গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হতে হবে।

■ বয়সের সময়সীমা: আবেদনকারীর বয়স ১ লা জানুয়ারি ২০২৩-এর নিরিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে। বয়সের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের ছাড় থাকছে। তপশিলি জাতি বা উপজাতির প্রার্থীদের বয়স একই হিসেবে ২২ থেকে ৪০-এর মধ্যে হতে হবে।

■ আবেদন পদ্ধতি: অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র। সেই আবেদনপত্র ব্লক অনুযায়ী ডাউনলোড করে প্রিন্ট করিয়ে ফিলাপ করে জমা করতে হবে ব্লক অফিসে। আবেদনপত্রের উপরে অবশ্যই বড় হরফে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF ASHA_____VILLAGE UNDER_____HEALTH SUB-CENTRE’.

■ প্রয়োজনীয় নথি: আবেদনপত্রের সঙ্গে যে যে নথি অবশ্যই জমা করতে হবে সেগুলি হল- জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিকের এডমিট কার্ড, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

■ আবেদনের সময়সীমা: ২০ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

■ শূন্যপদের বিন্যাস:
(১) রামপুরহাট মহকুমা: রামপুরহাট ১ নং ব্লক- ১৯ টি, রামপুরহাট ২ নং ব্লক- ২১ টি, নলহাটি ব্লক- ২০ টি, ময়ূরেশ্বর ব্লক- ৫ টি, মুরারই ১ নং ব্লক- ২৪ টি, মুরারই ২ নং ব্লক- ২৬ টি।
(২) সিউড়ি মহকুমা: মহম্মদবাজার ব্লক- ২৫ টি, খয়রাশোল ব্লক- ৬ টি, দুবরাজপুর ব্লক- ৪ টি, সিউড়ি ১ নং ব্লক- ২ টি, সিউড়ি ২ নং ব্লক- ২ টি, রাজনগর ব্লক- ৫ টি, সাইথিয়া ব্লক- ৩০ টি।
(৩) বোলপুর মহকুমা: বোলপুর-শ্রীনিকেতন ব্লক- ১১ টি, নানুর ব্লক- ৫ টি, লাভপুর ব্লক- ৭ টি, ইলামবাজার ব্লক- ৬ টি।

Disclaimer: সমস্ত তথ্য যাচাই করে আবেদন করুন। কোনোরূপ প্রতারণার দায় hoophaap-এর নয়।

Related Articles