Weather Forecast: শুকনো শীত নাকি বৃষ্টির ভ্রুকুটি, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কেমন থাকবে আবহাওয়া!
চলতি বছর পুজোর পর থেকেই হিমেল বাতাস প্রবেশ করেছিল রাজ্যের বুকে। কালীপুজোয় ছিল হালকা শীত। তারপর ডিসেম্বরের শুরুতে শীতের প্রভাব কিছুটা কমে যায়। একের পর এক ঘূর্ণাবর্তের প্রভাবে শীতের বহর কমতে থাকে বছরের শেষ মাসে। তবে বড়দিনের মরশুম থেকেই শীতের উপর কোপ ফেলেছিল পূবালী বাতাস। এই প্রভাব বজায় ছিল নতুন বছরের শুরুতেও। শীতের প্রভাব ফিকে হয়েছিল বছরের শুরুর দিনেও।
তবে জানুয়ারির শেষ সপ্তাহে এবার বৃষ্টি-যোগ কেটে যেতেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যে জেলায় জেলায় পারদ নামছে উল্লেখযোগ্য হারে। সেই সঙ্গে এবার মকর সংক্রান্তির পর যেন ব্যাপকভাবে শীতের দাপট দেখা যাচ্ছে রাজ্যজুড়ে। ইতিমধ্যে ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পারদ। উত্তরবঙ্গের জেলায় জেলায় চলছে তুষারপাত। সেইসঙ্গে দোসর হয়েছে কুয়াশা। একনজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।
● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। টবস দিনভর হালকা কুয়াশা থাকবে শহরে। আজ কলকাতার বুকে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে। একইসঙ্গে বাতাসে শুস্কতা বৃদ্ধি পাবে আজকের দিনে।
● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ পারদ নেমে যাবে ১০ ডিগ্রি সেলসিয়াস অবধি। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন ঘটবে উল্লেখযোগ্য হারে।
● উত্তরবঙ্গের আবহাওয়া: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। মোটের উপর শুস্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। তবে ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরের প্রায় সব জেলাতেই। সেই কারণে উত্তরের জেলাগুলিতে আজ ব্যাপকভাবে দাপট দেখাতে চলেছে মাঘী শীত।