Hoop News

Weather Forecast: সপ্তাহের শেষে স্বস্তির পূর্বাভাস, বৃষ্টির জলে ভিজবে কোন কোন জেলা!

বৈশাখের শুরু থেকেই রাজ্যের কয়েকটি জেলায় শুরু হয়েছিল তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। চল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে গিয়েছিল একাধিক জেলার তাপমাত্রা। আর সেই প্রভাব জারি রয়েছে বৈশাখের প্রতিটা দিনই। দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জেলায় তাপপ্রবাহ দেখা গেছে বিগত কয়েকদিনে। এমনকি শহর কলকাতায় গত ৪০ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে এই ক’দিনে। কার্যত প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর।

তবে কয়েকদিনে স্বস্তির খবর একটাই ছিল যে রাজ্যের বুকে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি বা কালবৈশাখী ঝড় চলছে বিগত কয়েকদিন ধরেই। বঙ্গোপসাগর থেকে ঢুকছিল জলীয় বাষ্প। যে কারণে গত পাঁচদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলছে। তবে এই দুর্যোগ এখন শেষ হয়েছে। আজ থেকেই ঝড়বৃষ্টি কমছে জেলায় জেলায়। একইভাবে বাড়ছে গরমের প্রখরতা। তবে এই গরম থেকে ফের মুক্তির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখন একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।

● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সকাল দিকে পরিষ্কার আকাশ থাকবে। আজ বিকেলে কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। বরং কয়েকটি জেলায় ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ ব্যাপক গরম পড়বে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান- এই ৪ জেলায়। পাশাপাশি, স্যঃ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতেও গরম বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামীকাল ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায়।

● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে আজ আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related Articles