Weather Report: অবশেষে ভিজতে চলেছে কলকাতা, সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে

চৈত্রের বিদায় আসন্ন প্রায়। আর এরই মধ্যে কালবৈশাখীর কোন দেখা নেই। বৃষ্টির চিহ্ন বহুদিন ধরে নেই দক্ষিণবঙ্গে। এর ফলে গরমে তিতিবিরক্ত অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। প্রখর রোদে প্রাণ ওষ্ঠাগত তাদের! এখন গোটা…

HoopHaap Digital Media

Updated on:

চৈত্রের বিদায় আসন্ন প্রায়। আর এরই মধ্যে কালবৈশাখীর কোন দেখা নেই। বৃষ্টির চিহ্ন বহুদিন ধরে নেই দক্ষিণবঙ্গে। এর ফলে গরমে তিতিবিরক্ত অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। প্রখর রোদে প্রাণ ওষ্ঠাগত তাদের! এখন গোটা দক্ষিণবঙ্গের মানুষের কাছে কোটি টাকার প্রশ্ন কবে বৃষ্টি আসবে? বৃষ্টি কি শুধুই উত্তরবঙ্গকে ধরা দেবে? অবশেষে এই সকল প্রশ্নের অবসান ঘটালো আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে আজ দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় উষ্ণতার আঁচ একটুও কমছে না। বরং পাল্লা দিয়ে আরও বাড়বে গরম। উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এর মধ্যে পাহাড়ের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আদ্রতা জনিত অস্বস্তি একটুও কমবে না। এর অন্যতম কারণ হলো বাতাসে বেশি পরিমাণে জলীয়বাষ্পের উপস্থিতি। হাওয়া অফিস যেমনটা জানাচ্ছেন আজ বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সেই সম্ভাবনা একেবারেই অল্প। কলকাতা আজ প্রতিদিনের মত শুষ্ক অবস্থাতে থাকবে। এই শহরে আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তরের বিশিষ্ট আধিকারিক যেমনটা জানিয়েছেন যে আজ কলকাতায় আকাশ সারাদিন আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬ শতাংশ। মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ এর গণ্ডি পেরিয়ে যেতে পারে।

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে। শনি-রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মরশুমের প্রথম কালবৈশাখী রবিবার বিকেলে দেখতে চলেছে কলকাতাবাসী এমনটাই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর। এছাড়াও সপ্তাহান্তে হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন মৌসম ভবন।