whatsapp channel

Weather Update: বেজে গেল শীতের বিদায় ঘন্টা, বসন্তেও বৃষ্টির কাঁটা

"আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে কত পাখি গায়।" বাংলায় ঋতুরাজ প্রবেশ করে গেছে বলাই চলে। শীতের মরশুমের বিদায় বেলা আসন্ন। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামছে না। মার্চের…

Avatar

HoopHaap Digital Media

“আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে কত পাখি গায়।” বাংলায় ঋতুরাজ প্রবেশ করে গেছে বলাই চলে। শীতের মরশুমের বিদায় বেলা আসন্ন। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামছে না।

মার্চের প্রথম সপ্তাহ থেকেই গরম বাড়বে বলে জানাল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবারেও বসন্তের আগমনের প্রধান ভিলেন বৃষ্টি। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ধীরে ধীরে তৈরী হচ্ছে। যার ফলে বঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়বে। আগামীকাল কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ বজায় থাকবে। কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৯.১ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আদ্রতার পরিমাণ হবে ৯৬ শতাংশ।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশকিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। মার্চের শুরুর দিক থেকেই তাপমাত্রায় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এ মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি ছুঁয়ে ফেলতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২০-২২ ডিগ্রি কাছাকাছি থাকবে। ১৫ তারিখের পর থেকে বেশ ভালো গরম পড়ার সম্ভাবনা রয়েছে। ভূতত্ত্ববিদদের মতে এবারে রাজস্থানের মতো আমাদের পশ্চিমবঙ্গে ড্রাই সামার আসতে চলেছে

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media