whatsapp channel

Weather Update: তাপপ্রবাহের সম্ভাবনা, কলকাতায় রেকর্ড গরম, কি ঘটতে চলেছে আগামী দিনগুলিতে!

গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে আগামী সপ্তাহে। অর্থাৎ আরও গরমে নাজেহাল হতে…

Avatar

গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে আগামী সপ্তাহে। অর্থাৎ আরও গরমে নাজেহাল হতে চলেছে কলকাতাবাসী। বিভিন্ন জেলায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলেছে। সেখানে রীতিমতো তাপপ্রবাহের পরিস্থিতি।

যেমনটা আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামিকাল থেকে বাংলা আর পশ্চিম দিকের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। ইতিমধ্যে বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের মত জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবহাওয়া অপরিবর্তিত থাকবে। এখন কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই উলটে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তিলোত্তমার বুকে। কলকাতা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বোলপুর ৪২.৩১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ৪২.২১ ডিগ্রি সেলসিয়াস, দীঘা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ৩৬.৮ডিগ্রি সেলসিয়াস এবং তমলুক ৩৭.৩১ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজ্যের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০এর বেশী ছিল।বাঁকুড়া ৪৩ ডিগ্রি সেলসিয়াস, মালদা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, দমদম ৪০ ডিগ্রি সেলসিয়াস, আলিপুর কলকাতা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বোলপুর ৪২.৩১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ৪২.২১ ডিগ্রি সেলসিয়াস, দীঘা ৩৫.৮ ডিগ্রি।

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপপ্রবাহ থাকবে। আদ্রতা জনিত অস্বস্তি প্রতিদিন বজায় থাকবে। আজ প্রায় দু মাস হতে চলল কলকাতা শহরে একদিন বৃষ্টি হয়নি। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের উপরের দিকে সবকটি জেলায় বৃষ্টি চলবে। আগামিকাল থেকে সামান্য কমলেও বিক্ষিপ্ত বৃষ্টির উপরের দিকের পাঁচ জেলায়। নিচের তিন জেলায় তাপমাত্রা বাড়বে, আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

whatsapp logo