Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/02/Weather5-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/02/Weather5-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/02/Weather5-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592
Hoop NewsHoop Trending

Weather Report: বসন্ত নয় সরাসরি গরম, ঘূর্ণবাতের জেরে বৃষ্টির ইঙ্গিত বিভিন্ন এলাকায়

একদিকে বাংলার ২০টি জেলার ১০৮টি পুরসভার ভোট গ্রহণের উত্তাপ অন্যদিকে তাপমাত্রারও পারদ উত্থান। এক কথায় যাকে বলে ‘ইট ইজ হাই টাইম’।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার বহু জেলায় জলীয় বাষ্প ঢুকে পড়েছে। এর জেরে কোনও কোনও জেলায় হাল্কা কিংবা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ঠান্ডা ফেরার কোনও আশা চোখে পড়ছেনা। একবার শুধু বৃষ্টি কমুক। দিন যত এগোবে, তাপমাত্রা বেড়ে চলবে। রোদের তাপ ইতিমধ্যেই বেড়ে গেছে। বসন্তের বিদায়ী আর গ্রীষ্মের আগমন আসন্ন।

রবিবারের তাপমাত্রা:

এদিন সকালে কুয়াশা খানিক কম ছিল। তবে উত্তরে মেঘলা আকাশ ধরা দিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থেকে যাবে। তবে শনিবারের থেকে এদিনের তাপমাত্রা অল্প বিস্তর বেড়ে গিয়েছে। প্রায় দেড় ডিগ্রি। বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল প্রায় ৯৭%। অনুমান আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়ার সাথে সাথে দক্ষিণের তাপমাত্রাও কিছুটা বাড়বে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির খবরাখবর:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি আগামী ২৪ ঘন্টার মধ্যেই উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দুই দিনাজপুর, আলিপুরদুয়ার সহ বেশ কিছু জেলা, সাথে দক্ষিণেরও দুই ২৪ পরগণা, কলকাতা সহ বেশ কিছু জেলায় হবে এই বৃষ্টিপাত। তবে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মার্চ মঙ্গলবারের মধ্যে জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার কিন্তু সেরকম কোনও পরিবর্তন হবে। তবে শীত কিন্তু আসছেনা।

প্রসঙ্গত, বৃষ্টির মুখে শুধু বাংলাই নয়, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েও ২৮ তারিখের মধ্যে অল্পবিস্তর বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে দিয়েছে মৌসুম ভবন। এছাড়া উত্তর-পূর্বের রাজ্যগুলিরও শান্তি নেই। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ বেশ কিছু বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির আভাস দেওয়া হয়ে গিয়েছে। এমনকি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরেও নিম্নচাপ তৈরির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে কিন্তু আগামী ২৪ ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বজ্র-বিদ্যুৎ সহকারে ভারী বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে।

Related Articles