Hoop News

আবহাওয়ায় ঘটতে চলেছে ব্যাপক পরিবর্তন, নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টির আশঙ্কা

যেতে যেতেও যেন যাচ্ছে না। বর্ষা দেখে মনে হচ্ছে যেন আশ্বিনি বর্ষা। তবে নিম্নচাপের জেরে বৃষ্টির মাধ্যমেই এ বছরের বর্ষা বিদায় নেবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু প্রশ্ন হচ্ছে কবে? কারণ, পুজো আসতে তো আর বেশি দেরি নেই। এখনও যদি বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হয় রাজ্যবাসীকে, তাহলে পুজোয় মাতাটা কি খুব আনন্দদায়ক হবে?

নতুন করে আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন-চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এই নিম্নচাপ আগামী রবিবারের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হলেও আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নিচের দিকে জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে।

Related Articles