Weather Update: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৮ জেলায় ভারী বৃষ্টি আজ থেকেই, দেখে নিন পূর্বাভাস
কখনো মেঘ, কখনো তুমুল বৃষ্টি, আবার কখনো চড়া রোদ। বিগত কয়েকদিন ধরেই বাংলায় এভাবেই আবহাওয়ার পরিবর্তন ঘটছে সময়ে সময়ে। এর মাঝেই কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথাও আবার হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজছে মাটি। তার কয়েকঘন্টার মধ্যেই আবার মেঘ কেটে গিয়ে চড়া রোদের কারণে বাড়ছে অর্দ্রতাজনিত অস্বস্তি। কিন্তু বর্ষার ভারী বৃষ্টিপাত হবে কবে? এই প্রশ্নে প্রায় শেষের মুখে বর্ষাকাল।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে একজোড়া সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। আর এর কারণেই আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার তুমুল পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গে। একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আরেকটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বলেই জানা গেছে। আর এই কারণেই আগামী কয়েকদিন তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ, এমনটাই বলা পূর্বাভাসে। এখন একনজরে দেখে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।
■ কলকাতার আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর যেমনটা জানিয়েছে, সেই আপডেট অনুযায়ী, আজ সারাদিন মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে শহর কলকাতায়। দিনের মাঝে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান থাকতে পারে ৮৯ শতাংশ ও ৭১ শতাংশের কাছাকাছি।
■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎও দেখা যাবে বলে জানা গেছে। আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
■ উত্তরবঙ্গের আবহাওয়া: শুধু দক্ষিণবঙ্গ, নয় উত্তরবঙ্গে সব জেলাতেই আজ বৃষ্টির পরিমান বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় মাঝারি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।