Weather: মঙ্গলেও দুর্যোগ রাজ্যজুড়ে, কলকাতা সহ ৬ জেলা ভাসবে ভারী বৃষ্টিতে

দিনকয়েক আগেই শুরু হয়েছে ভাদ্র মাস। অর্থাৎ বাঙালির ক্যালেন্ডার অনুযায়ী এখন শেষ হয়েছে বর্ষাকাল। শরতের আগমন ঘটেছে বাংলায়। কিন্তু, গত সপ্তাহে বর্ষার শেষের মুখেও বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে গোটা বাংলায়। গত উইকেন্ডেও ভারী বৃষ্টিতে ভিজেছে বেশ কয়েকটি জেলা। কিন্তু তা সত্ত্বেও রাজ্যে বৃষ্টির ঘাটতি যেন রয়েই গেছে। বেড়েছে তাপমাত্রাও। তবে এই সপ্তাহের শেষলগ্নে উত্তর থেকে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

মৌসম ভবন সূত্রে পূর্বাভাস মিলেছে যে ইতিমধ্যে একজোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজ্যের উপর। তার প্রভাবেই বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। পূর্বাভাস মোতাবেক, এই মুহূর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্বভাগে রয়েছে করছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই একজোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার আপডেট।

■ কলকাতার আবহাওয়া: আজ শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থাকলেও আজ বৃষ্টির কারণে কমবে শহরের তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি। পাশাপাশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৫ শতাংশ এবং ৮১ শতাংশের মধ্যে।

■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: গতকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। তবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পরিমান বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

■ উত্তরবঙ্গের আবহাওয়া: জোড়া নিম্নচাপের প্রভাবে আজ উত্তরবঙ্গের ওরে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি, আজ অন্যান্য জেলাগুলিতেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।